২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রিয়াল মাদ্রিদের কষ্টের জয়

-

করিম বেনজেমার একমাত্র গোলে লা লিগায় রোববার উড়ন্ত সেভিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে প্যারিস সেইন্ট-জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলের পরাজয়ের হতাশা থেকে কিছুটা হলেও কোচ জিনেদিন জিদানকে স্বস্তি এনে দিয়েছেন খেলোয়াড়রা।
সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজুয়ানে ৬৪ মিনিটে কারভাহালের সহায়তায় জয়সূচক গোলটি করেন ফ্রেঞ্চম্যান বেনজেমা। এবারের মওসুমে পাঁচ ম্যাচে এই প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল সেভিয়া। নিয়ন্ত্রিত ও প্রতিজ্ঞাবদ্ধ পারফরম্যান্স দিয়ে মাদ্রিদ অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মার্চে কোচ হিসেবে জিদানের আবার ফিরে আসার পর এটিই এ পর্যন্ত মাদ্রিদের সেরা ম্যাচ। যদিও এখনো নিজেদের শতভাগ ফর্মের থেকে বেশ খানিকটা দূরে রয়েছে গ্যালাকটিকোরা। জিদান বলেন, ‘আমরা বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু গতকাল খেলোয়াড়রা সাধ্যমতো চেষ্টা করেছে।’ ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘সবাই যে অনেক প্রশ্ন তুলছে এতে আমি দারুণ খুশি। কিন্তু আমরা এসব নিয়ে খুব বেশি চিন্তা করতে চাইনা। কঠিন একটি স্টেডিয়ামে আমরা পুরো ৯০ মিনিট ম্যাচ ধরে রেখেছিলাম। এ জন্য আমি সব খেলোয়াড়কে ধন্যবাদ জানাতে চাই।’ মওসুমে এই প্রথমবারের মতো জিদান গ্যারেথ বেলের আলাদা করে প্রশংসা করেননি। কালও ম্যাচ শেষে হামেস রড্রিগেজ, গ্যারেথ বেলকে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন জিদান।


আরো সংবাদ



premium cement