২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জেসুস ফিরলেন ব্রাজিল দলে

-

আগামী মাসে নাইজেরিয়া ও সেনেগালের বিপক্ষে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। গত জুনে কোপা আমেরিকা ফাইনালে বিতর্কিত লাল কার্ডের পর দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন জেসুস।
পেরুর বিপক্ষে ফাইনালে ম্যাচ শেষের ২০ মিনিট আগে রেফারির প্রতি অশোভন আচরণের দায়ে লাল কার্ড পেয়েছিলেন সিটির এই তারকা। ওই ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনবেমল সিটি তারকাকে আন্তর্জাতিক ম্যাচ থেকে দুই মাস নিষিদ্ধ করে। ঘরের মাঠের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল স্বাগতিক ব্রাজিল। মাঠ ত্যাগের সময় জেসুস আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, রাগান্বিত হয়ে পানির বোতলে লাথি মারেন।
পুরো গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে আলোচনায় থাকা নেইমার জাতীয় দলে জায়গা ধরে রেখেছেন। এর আগে রোববার পার্ক ডি প্রিন্সেসে লিগ ওয়ানে স্ট্রসবার্গের বিপক্ষে ১-০ গোলের জয়ে ম্যাচে নেইমার প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে নেইমার জয়সূচক গোলটি করেন।

যদিও সমর্থকদের বিরূপ আচরণের শিকার হয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। গত মওসুমে প্রায় পুরোটাজুড়েই ইনজুরির সাথে লড়াই করেছেন নেইমার। চলতি মাসের শুরুতে পেরু ও কলম্বিয়ার বিপক্ষেও তিনি জাতীয় দলে খেলেছেন। এর মধ্যে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে এক গোলও করেছেন।
লা লিগায় অ্যাথলেটিকোর মাদ্রিদের হয়ে নিজেকে প্রমাণ করার ২১ বছর বয়সী ডিফেন্ডার রেনান লোদি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। নেইমারের পিএসজি সতীর্থ মারকুইনহোস চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করলেও কোচ তিতের বিবেচনায় দলে জায়গা পেয়েছেন। তবে দলে জায়গা হারিয়েছেন রিয়াল মাদ্রিদেও তরুণ তুর্কি ভিনসিয়াস জুনিয়র। পেরুর বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের ম্যাচটিতে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ভিনসিয়াস জুনিয়রের।
আগামী ১০ ও ১৩ অক্টোবর সিঙ্গাপুরে প্রীতি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে।
ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : এডারসন, ওয়েভারটন, সান্তোস।
ডিফেন্ডার : দানি আলভেস, ডানিলো, এ্যালেক্স সান্দ্রো, রেনান লোদি, থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিটাও, রডরিগো কাইয়ো।
মিডফিল্ডার : ক্যাসেমিরো, আর্থার, ফাবিনহো, মাথেয়াস হেনরিক, ফিলিপ কুটিনহো, লুকাস পাকুয়েটা।
স্ট্রাইকার : এভারটন, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, রিচারলিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস।


আরো সংবাদ



premium cement