২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভারতের লক্ষ্য সিরিজ জয়

-

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিার বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয়টিতে ৭ উইকেটে জয় পায় স্বাগতিক ভারত। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। আজ তৃতীয় ও শেষ টি-২০ জিতে সিরিজ জয় করতে চায় ভারত। অপর দিকে, সিরিজ হার এড়াতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দক্ষিণ আফ্রিকা। ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি।
২০১৫ সালে প্রথম ভারতের মাটিতে দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। সেটিই ছিল ভারতের মাটিতে প্রথম ও শেষ টি-২০ সিরিজ প্রোটিয়াদের। ওই দুই ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই প্রোটিয়াদের বিপক্ষে দেশের মাটিতে ভারতের সিরিজ জয়ের রেকর্ড নেই।
তবে এবার সেই বন্ধ্যত্ব ঘোচানো সুযোগ পেল ভারত। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে তারা। তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে বা না হারলে দেশের মাটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত।
ভারতের বিপক্ষে টি-২০ লড়াইয়ে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে ৫টি জিতেছে প্রোটিয়ারা। ভারতের জয় ৯টিতে।

 


আরো সংবাদ



premium cement