২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ওয়ার্নারে ‘নির্ভার’ লাবুশেন

-

শিগগিরই ওয়ার্নারের ব্যাটে রান উৎসব প্রদর্শনীর পক্ষেই বাজি ধরেছেন অস্ট্রেলিয়ার টপঅর্ডারের নতুন সেনসেশন মারনুস লাবুশেন। সদ্য সমাপ্ত ঐতিহাসিক অ্যাশেজের ব্যর্থতা পেছনে ফেলে তারকা ওপেনারের ঘুরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত বলেও তিনি দাবি করেন। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ সালের অ্যাশেজে অসি ব্যাটিং ইউনিটের নতুন সেনসেশন হিসেবে উদ্ভব ঘটেছে লাবুশেনের। সুযোগ পেয়েই তিনি বাজিমাত করেছেন। ৫ ম্যাচের সিরিজের সফরকারীদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের কৃতিত্ব তার সামনে উন্মোচিত করেছে উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠার দারুণ সম্ভাবনা। অস্ট্রেলিয়ার জার্সিতে প্রতিনিধিত্ব করার প্রতিটি সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রেও দৃঢ় আত্মবিশ্বাসী ২২ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান।
পর্দার অন্তরালে থেকে ওয়ার্নারের বাস্তবমুখী পদক্ষেপ তুলনামূলকভাবে বয়সে তরুণ অসি ক্রিকেটারদের মাঠের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে উল্লেখ করেন লাবুশেন। ব্যক্তিগত ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনের সূখম্মৃতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের আগে তিনি ব্রিসবেনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সব জানান। তিনি বলেন, ‘লর্ডস টেস্টে স্মিথের স্থলাভিষিক্ত হিসেবে খেলতে নামার কারণেই আমি জানতে পেরেছি প্রকৃত ওয়ার্নারকে। সফরের সিরিজের সময়ে তার সাথে সময় কাটানোর প্রতিটি সুযোগ লুফে নেয়। ব্যাট হাতে পারফরম করার চ্যালেঞ্জে ব্যর্থতার স্নায়ুচাপ টপকে তিনিই নেপথ্য নায়কের ভূমিকা পালন করেন আমার ব্যক্তিগত সাফল্যের। দীর্ঘ ক্যারিয়ারের অর্জিত সব অভিজ্ঞতাকে তুলে ধরার মাধ্যমে তার নানামুখী দিকনির্দেশনা অত্যন্ত কার্যকর অবদান রেখে চলেছে অস্ট্রেলিয়ার তরুণদের সাফল্যে। ক্যারিয়ারের অত্যন্ত কঠিন সময়ের ফাঁদে আটকা পড়ার দুঃস্বপ্ন সত্ত্বেও পর্দার অন্তরালে থেকে অন্যদের সাফল্যে নিজেকে সঁপে দেয়ার ব্যক্তিত্ব এক নিশ্চিত করে দিয়েছে আরো কঠিন ওয়ার্নারের উদ্ভব। শিগগিরই তার ব্যাট রান উৎসবের প্রশ্নে আমার মধ্যে কোনো সংশয় নেই।’
সর্বমোট ৯৫ রানে ২০১৯ সালের অ্যাশেজের সমাপ্তির দুঃস্বপ্ন হজম করেছেন ওয়ার্নার। ব্যাট হাতে একটানা ব্যর্থতা নিশ্চিত করেছে ওপেনার হিসেবে তার ক্যারিয়ারে ৫ ম্যাচের টেস্ট সিরিজের ইতিহাসের সর্বনি¤œ সংগ্রহের লজ্জার অন্তর্ভুক্তি। ওয়ার্নারের ব্যর্থতার সফরে লাবুশেনের দুর্দান্ত নৈপুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দীর্ঘ ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক অ্যাশেজ জয়ের উৎসবে। ৭ ইনিংসে তিনি ৩৫৩ রান করেন ৫০ দশমিক ২০ গড়ে। ৫ দিনের ক্রিকেটে এক বছর পূর্ণ হওয়ার আগেই প্রত্যাশিত পারফরম্যান্স প্রদর্শনের সাফল্যকে অটুট রাখার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন লাবুশেন। তিনি বলেন, ‘অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। সুযোগ পেলে রান করার প্রত্যাশা পূরণে নিজেকে সঁপে দেবো। ব্যাটসম্যান হিসেবে স্কোরবোর্ডে বড় সংগ্রহের উপস্থিতি নিশ্চিতের কাজটি আমার দায়িত্বের মধ্যেই পড়েছে।’


আরো সংবাদ



premium cement