২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

  শামস-উল-হুদা অ্যাকাডেমি চ্যাম্পিয়ন

-

ইতিহাসে সাক্ষী হয়ে থাকল যশোরের শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমি। প্রথমবারের মতো ১২টি ফুটবল দল নিয়ে আয়োজিত বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ অ্যাকাডেমি কাপে শিরোপা জয় করে নিলো যশোরের এক ঝাঁক তরুণ ফুটবলার। গতকাল পল্টন ময়দানে টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমান সমান হলে সাডেন ডেথে শামস-উল-হুদা এফএ ৭-৬ গোলে হারায় সিলেটের এম কে গ্যালাকটিকোকে।
ফাইনালের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষক হন যশোরের স্বপ্ন সর্দার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সিলেটের হাসান, পাঁচ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হন ফেনী ফুটবল অ্যাকাডেমির রাফেত। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে কিশোরগঞ্জের ভুইয়া এফএ।
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর খেলা শুরু হলেও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শেখ গোলাম আকবর ও বিএফএসএফ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের।
যশোরের অধিনায়ক মেহেদী হাসান বলেন, ‘শুরু থেকেই আমাদের ধারণা ছিল আমরা চ্যাম্পিয়ন হবো। যশোরের শামস-উল-হুদা অ্যাকাডেমিতে আমরা সারা বছরই অনুশীলন করে থাকি। এবার সবাই একসাথে ৯ মাস অনুশীলন করেছি। মাঠটি ছোট বিধায় একটু অসুবিধা হয়েছে। বড় মাঠে হলে আরো ভালো হতো। প্রথম চ্যাম্পিয়ন হওয়ায় গর্ববোধ করছি।’


সিলেটের অধিনায়ক রাহিন বলেন, ‘বৃষ্টিতে আমাদের সব প্লান এলোমেলো হয়ে গেছে। মাঠ শুকনো থাকলে ফলাফল অন্য রকম হতে পারত। তারপরও গর্ববোধ করছি রানার্স আপ হওয়ায়। টুর্নামেন্ট উপলক্ষে সবাই একসাথে এক মাস অনুশীলন করার সুযোগ পেয়েছি। এটি যদি ধারাবাহিক হয় তাহলে সবার জন্য ভালো হবে।’

 


আরো সংবাদ



premium cement
টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ

সকল