১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আশাই ছেড়ে দিয়েছে ছোটন বাহিনী

-

মারাত্মক ক্ষতি যা হওয়ার হয়ে গেছে প্রথম ম্যাচে হেরেই। থাইল্যান্ডের কাছে ০-১ গোলের হার বলতে গেলে সম্ভাবনাই শেষ করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা। অথচ এই ম্যাচে জয় দিয়েই স্বপ্নের বীজ বুনতে চেয়েছিল তারা। এরপরও তাদের ক্ষীণ সম্ভাবনা আছে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের সেমিফাইনালে যাওয়ার। এ জন্য করতে হবে অসাধ্য সাধন । এই মিশনে জয়ের বিকল্পই নেই আজ জাপান এবং ২১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু সেটা কী করতে পারবেন মারিয়া-মনিকারা? যারা অপেক্ষকৃত দুর্বল থাইল্যান্ডের জালেই বল ফেলতে পারেনি তাদের পক্ষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কি জেতা সম্ভব? কিংবা জাপানকে রুখে দেয়া অস্ট্রেলিয়াকে কাবু করা। ২০১৪ অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের চ্যাম্পিয়ন জাপান। ২০১০ এবং ২০১৬ সালের রানার্সআপ তারা। তাদের বিপক্ষে জয়ের আশা করাটা দুঃসাহসই। লাল সবুজ দলের সহকারী কোচ সহকারী কোচ মাহাবুবুর রহমান অবশ্য স্পষ্টই জানালেন, ‘আমাদের জয়ের চেষ্টা করা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই নেই। তা না হলে যে ছিটকে পড়তে তবে।’ সেই ঘোষণাও পরিষ্কার করে দিলেন না কোচ গোলাম রাব্বানী ছোটন। তার বক্তব্য, ‘আমাদের লক্ষ্য এখন একটাই, দেশের মহিলা ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ জাপানের বিপক্ষে এবং পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলতে চাই। সবাই জানেন ফুটবলে হার জিত সবই হতে পারে।’ আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় থাইল্যান্ডের ছনবুরির আইপিএল স্টেডিয়ামে জাপানের মুখোমুখি ছোটন বাহিনী। অন্য ম্যাচে মুখোমুখি থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া।
মহিলা ফুটবলে জাপানের র্যাংকিং ১১। বাংলাদেশ আছে ১৩০ এ। ২০১৭ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে এই ছনবুরিতেই জাপানের কাছে ০-৩ গোলে হার বাংলাদেশের। সেই আসরে জাপান হয়েছিল তৃতীয়। অবশ্য এবার তাদের গভীর টেনশনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে সকারুজরাাভ গোলশূন্যতে ঠিকিয়ে দেয় জাপানকে। অথচ ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ৫-০তে উড়িয়ে দিয়েছিল জাপান। তাই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জাপানি মেয়েরা আজ মরণ কামড় দেবে বাংলাদেশের বিপক্ষে। অবশ্য তাদের মরিয়া মনোভাবের বিপরীতে মারিয়ারা কাউন্টারে গোল আদায় করতে পারলে তা হবে ইতিবাচক। সে পরিকল্পনাও আছে ছোটনের মাথায়।
তবে যত ছকই করা হোক না কেন বাংলাদেশ দল যে আজ জাপানি টাইফুনের কবলে পড়বে এটা অনুমেয়। অবশ্য সহকারী কোচ লিটু গতবারের জাপান দলের সাথে তুলনায় গিয়ে বতর্মান দলকে কিছুটা দুর্বলই উল্লেখ করলেন। তার মতে, ‘গত ম্যাচে জাপানিদের বিপক্ষে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সই ছিল বেটার।’ যদিও বাংলাদেশ দলের সমস্যা তারা নিজেরাই। স্ট্রাইকাররা গোল মিস করেন আর গোলরক্ষক রুপনার ভুলের মাশুলে হারতে হয় দলকে। সাথে আছে ডিফেন্স লাইনের দায়িত্বহীন খেলা। গত ম্যাচে রাইট ব্যাক আনাই মুগিনিরি ভুলেই ফ্রি-কিক এবং এরপর গোলরক্ষক রুপনার ভুলে হার নিশ্চিত করা গোল হজম। এজন্য ডিফেন্ডারদের আরো সতর্ক হতে হবে। এমনটাই উল্লেখ করলেন দীর্ঘদেহী স্টপার ব্যাক আঁখি খাতুন।
প্রথম ম্যাচ জিতে ‘এ’ গ্রুপে থাইল্যান্ড কিছুটা সুবিধাজনক স্থানে চলে গেলেও এখনো সব দলের সম্ভাবনা আছে। আবশ্য আজ থাইরা দ্বিতীয় জয় পেলে তারা চলে যাবে সেমিফাইনালে। আর টিকে থাকার জন্য জিততে হবে জাপান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে। লাল সবুজরা আজ হেরে গেলে তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ হবে স্রেফই নিয়মরক্ষার।
অস্ট্্েররিয়ার কাছে প্রথম ম্যাচে হোঁচট খেয়ে জাপান এখন সমীহ করছে বাংলাদেশ দলকেও। দলের ডাক্তার নাকামুতোর মতে, বাংলাদেশ এবং জাপান দুই দলেরই আজ জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি। বাংলাদেশ দল বেশ শক্তিশালী। তবে জাপানই জিতবে।
কাল অবশ্য ছনবুরির পাত্তান গলফ ট্রেনিং গ্রাউন্ডে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেনি। ট্রেনিং শুরুর পরপরই বৃষ্টির হানা। পরে হোটেলে সুইমিং করেছেন ফুটবলারেরা। জাপানের আগে ম্যাচের আগে ছোটন বাহিনীতে ইনজুরি আতঙ্ক। অধিনায়ক মারিয়া মান্ডা এবং স্ট্রাইকার তহুরা খাতুনের চোট আছে। অবশ্য আজ তারা ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ।
গত পরশু ‘বি’ গ্রুপের ম্যাচে উত্তর কোরিয়া ১০-০ গোলে ভিয়েতনামকে এবং চীন ২-০তে দক্ষিণ কোরিয়াকে হারায়।


আরো সংবাদ



premium cement
ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক

সকল