২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এশিয়া কাপের ফাইনালের পরাজয় লজ্জার : শামিম

-

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে দুঃখজনক পরাজয়ের পর গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ফাইনালে মানসিক চাপ সংবরণ করতে ব্যর্থ হয়ে ওই পরাজয়কে দুঃখজনক বলে উল্লেখ করেছে দলটি।
এর আগে ইংল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এই ভারতীয় যুবাদের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অথচ স্বাগতিকদের টপকে ফাইনালে গিয়ে ছিল যুব টাইগাররা।
গতকাল মিরপুরের বিসিবি অ্যাকাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ দলের ব্যাটসম্যান শামিম পাটওয়ারী বলেন, ‘এই হারের বর্ণনা আমরা দিতে পারব না। ভারতের বিপক্ষে আমরা সব সময় জয়ের ম্যাচগুলোতেই হার মানছি। এটি একটি লজ্জার ব্যাপার। এটি হতে পারে মানসিক বাধা। আমরা যখন ফাইনালে খেলতে যাই তখন মনে হয় মস্তিষ্কে সেটি কাজ করে।’
এই স্বল্প ব্যবধানের জয় ভারতকে পৌঁছে দিয়েছে নতুন রেকর্ডে। এই নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে রেকর্ড সপ্তম শিরোপা জয় করল ভারত। ১৯৮৯ সালে এই টুর্নামেন্ট প্রবর্তনের পর ভারত শুধু একটি ফাইনালে খেলতে পারেনি। ফাইনালেও তারা কখনো পরাজিত হয়নি। ২০১২ সালের একটি ফাইনাল টাই হওয়ায় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই ফাইনালিস্ট ভারত ও পাকিস্তানকে।
আর ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করেছিল আফগানিস্তান।
পাটওয়ারী বলেন, বোলারদের অসাধারণ দক্ষতা প্রদর্শনের পরও ফাইনালে জয়ের সুযোগ হাতছাড়া করাটা সত্যিই হতাশার ব্যাপার। তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম ভালো কিছু একটা করতে পারব। ম্যাচটি ভালোভাবে শেষ করতে পারব। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। আমরা গেম পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমি চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। দুর্ভাগ্যবশত ব্যাট হাতে আমি দলকে কিছুই দিতে পারিনি। আমাদের বোলাররা সত্যি ভালো বল করেছে। সব বিভাগেই আমরা ভালো অবস্থায় ছিলাম। সব কিছুই ঠিক ছিল।’
এ সময় পাটওয়ারী অবশ্য দু’টি এলবিডব্লিউর সিদ্ধান্তের দিকে ইঙ্গিত করে আরো বলেন, আম্পায়ারদের সিদ্ধান্তগুলোও দলের বিপক্ষে গিয়েছে। যা তাদের সুযোগ আরো বেশি নষ্ট করে দিয়েছে।
তিনি বলেন, ‘আপনারা সবই দেখেছেন। আমার মনে হয় এ বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমাদের বিপক্ষেই কেন ভুল সিদ্ধান্ত হলো। ভারতের বিপক্ষে আমরা যখনই খেলতে যাই তখনই একটি বা দু’টি ভুল সিদ্ধান্ত আমাদের বিপক্ষে দেয়া হয়, যা আমাদের খেলাকেই নষ্ট করে দেয়।’


আরো সংবাদ



premium cement