২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই দিনে ১৯ জাতীয় রেকর্ড

-

সাইফ পাওয়ারটেক জাতীয় বয়সভিত্তিক সাঁতার চলছে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে। গতকাল দ্বিতীয় দিন শেষে মোট ১৯টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। প্রথম দিনে রেকর্ডের সংখ্যা ছিল আটটি। কাল বালকদের ১১-১২ বয়স শ্রেণীতে বিকেএসপির মোবারক হোসেন ২০০ মিটার ফ্রি-স্টাইলে ২ মি. ২০.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে। বালিকাদের ১১-১২ বয়স শ্রেণীতে আনসারের এনি খাতুন ২ মিটার ফ্রি-স্টাইলে ২ মি. ৩৬.৪০ সেকেন্ড সময় নিয়ে গড়ে নতুন রেকর্ড। ঢাকা অ্যাকুয়াটিক্স ক্লাবের সামিউল ইসলাম ১৮-২০ বয়স শ্রেণীতে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ২ মি. ২৪.৫৪ সেকেন্ড সময় নিয়ে, বিকেএসপির শ্রাবণী আক্তার ১৮-২০ বয়স শ্রেণীতে ২০০ মিটার ব্যাক স্ট্রোকে ২ মি. ৫৬.৮২ সেকেন্ডে, পাবনার রবিউল ইসলাম ১৫-১৭ বয়স শ্রেণীতে ২০০ মিটার ফ্রি-স্টাইলে ২ মি. ০৭.২১ সেকেন্ডে, ১০ বছর বালক শ্রেণীতে বিকেএসপির শুভ মিয়া ৫০ মিটার ফ্রি-স্টাইলে ৩১.৩০ সেকেন্ডে এবং ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৩২.৮৬ সেকেন্ড সময় নিয়ে, ১৮-২০ বালিকা বয়স শ্রেণীতে বিকেএসপির ড থৈ প্রু মারমা ১০০ মিটার ফ্রি-স্টাইলে ১ মি. ০৮. ৫২ সেকেন্ড সময় নিয়ে, ১৫-১৭ বালিকা বয়স শ্রেণীতে বিকেএসপির ছুম্মা খাতুন ৫০ মিটার ফ্রি-স্টাইলে ২৯.৯৩ সেকেন্ড সময় নিয়ে, পাবনার রবিউল আউয়াল ১৫-১৭ বালক বয়স শ্রেণীতে ১৫০০ মিটারে ১৮.০৪.০১ সেকেন্ড সময় নিয়ে, ১০ বছর বয়স শ্রেণীতে বিকেএসপির অথৈ ৫০ মিটার বাটারফ্লাইয়ে ৩৭.৫৩ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে।

 


আরো সংবাদ



premium cement