২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তরুণদের জায়গা দিতে টেস্ট ছেড়েছেন মোহাম্মদ নবি

-

তরুণদের জায়গা ছেড়ে দিতে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন আফগানিস্তান অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি। গতকাল টেস্ট ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সামনে এসে মোহাম্মদ নবি জানান দেন তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রসঙ্গে। ৩৪ বছর বয়সের এ ক্রিকেটার বলেন, ‘আমি টেস্ট ম্যাচ ছেড়ে দিয়েছি। এখন ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ফোকাস করব।’ তবে এটি তার আগেরই প্ল্যান ছিল বলে জানান দিলেন। মোহাম্মদ নবি বলেন, ‘আফগানিস্তানের হয়ে অনেক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপে আমরা তিনবার খেলেছি। অনেকগুলো চার দিনের ম্যাচ খেলে তাতে সফলতা পাওয়ার পরই আইসিসি আমাদের টেস্ট স্ট্যাটাস দিয়েছে।’ তিনি বলেন, ‘আমি মনে করি আফগান দলে বেশ কিছু তরুণ এসেছে। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। আমি যেখানে খেলি সে স্থানে বেশ ভালো বিকল্পও উঠে এসেছে। তাই এখন টেস্টটা ছেড়ে দেয়াই ভালো। আফগান এ ক্রিকেটার বাংলাদেশেও বেশ পরিচিত। বিপিএল ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও তিনি খেলে আসছেন দীর্ঘ দিন থেকেই। ফলে এখানকার সব ক্রিকেটার, কন্ডিশন সম্পর্কে তার ভালোই জানা।
তিনি বলেন, ‘আমি ও রশিদ বিপিএল খেলেছি দীর্ঘ দিন। আমরা এখানকার অনেকের সম্পর্কেই জানি। তাদের কিভাবে খেলতে হবে ইত্যাদি।’ নিজ দলের প্রশংসা করে তিনি বলেন, ‘সবাই খুব ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে তরুণেরা খুবই ভালো খেলেছেন। এ ম্যাচের মাধ্যমে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটকে জানান দিলো যে তারাও এ ফরম্যাটে দুর্বল নয়। বেশ শক্তিশালী। বিশ্বকাপেও আমরা ভালো খেলেছি। বেশ কয়েকটি ম্যাচে বিশেষ করে ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে।’ এ ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এ ম্যাচ চার দিনের বেশি যাবে না। কারণ দুই দলই স্পিনে খুব শক্তিশালী। ফলে যারা ভালো করবে তারাই জিতে যাবে। আমরা প্রতিপক্ষের চেয়ে বেটার ক্রিকেট খেলে ম্যাচ জিতেছি।’
তিনি বলেন, ‘এখানে আসার আগে আমরা আবুধাবিতে প্রচণ্ড গরমের মধ্যে অনুশীলন করেছি। এখানে তেমন গরম নেই। তবে হিউমিডিটি রয়েছে। তবে আমাদের ম্যাচের প্রস্তুতি বেশ ভালো ছিল।’
উল্লেখ্য, তিন টেস্ট, ১২১টি ওয়ানডে, ৬৭টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি আফগানিস্তানের হয়ে। বিপিএল ছাড়া আইপিএলেও খেলেন তিনি। গত বছর খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। উল্লেখ্য, গতকাল ম্যাচ শেষে দলের ক্রিকেটাররা বিশেষভাবে আনুষ্ঠানিক বিদায় জানান তাকে সবাই মিলে মাথার ওপর ব্যাট ধরে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে নিহতদের বাড়ি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী টিকটকে ভিডিও দেখে পুরস্কার, প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যে পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে: পাটমন্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে : সালাম নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার : পরিবেশ সচিব সৌরশক্তি খাতে আবার মাথা তুলে দাঁড়াতে চায় জার্মানি ‘সরকারের সদিচ্ছার অভাবেই বিচার প্রক্রিয়ার ধীর গতি’ মোদি কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২

সকল