২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গরমে অস্থির টিটি ক্যাম্পের খেলোয়াড়রা

-

শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এসএ গেমস টিটির অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে গতকাল থেকে। ডাক পাওয়া খেলোয়াড়রা সকাল ১০টায় ক্যাম্প ইনচার্জ শামসুল আলম আনুর কাছে রিপোর্ট করেছেন। নিজস্ব আবাসন ব্যবস্থা তৈরি করায় শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামেই থাকতে এবং নিরবচ্ছিন্ন অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা। এমনটি কথা থাকলেও প্লেয়ার্স রুমে এখনো লাগেনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি। বড় স্ট্যান্ড ফ্যান দিয়ে কোনোরকমে চলছে। তবে শিগগিরই এসি লাগবে বলে জানালেন টিটির এক কর্মকর্তা। তা ছাড়া প্রথম দিনে ইনডোরের এসি অন না করায় গরমে সিদ্ধ হতে হয়েছে উপস্থিত খেলোয়াড়দের। তারপরও এসএ গেমসের ক্যাম্প বলে কথা। সবকিছু মানিয়ে নিয়েই প্রথম দিনের মতো ক্যাম্প শেষ করেছেন খেলোয়াড়রা।
র্যাংকিং অনুযায়ী পুরুষ ও মহিলা দলের আটজন করে খেলোয়াড় ক্যাম্পে যোগ দিয়েছেন। পুরুষ বিভাগে মানস চৌধুরী, মাহবুব বিল্লাহ, জাবেদ আহমেদ, মাসুদ রানা পরাগ, ইমরান হোসেন হƒদয়, হাসিবুর রহমান, মাহমুদুজ্জামান শাহেদ ও মুনতাসিন আহমেদ হƒদয়। স্ট্যান্ডবাই মুফরাদুল খায়ের হামজা, জুবায়ের আহমেদ, নাসির খান ও রিফাদ মাহমুদ সাব্বির। মহিলা বিভাগে রহিমা আক্তার, নওরিন সুলতানা মাহী, সালেহা পারভীন, সিন্ধা সুলতানা এবং আনসারের মৌমিতা আলম রুমি, সোনম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ ও আঁখি আক্তার সিনথী। স্ট্যান্ডবাই রয়েছেন সেনাবাহিনীর তামান্না হোসেন, সুমাইয়া সুলতানা ঐশী ও শারমিন আখতার।
দেশীয় কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মোহাম্মদ আলীকে। প্রথম দিনটি নিয়ে তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রবল ইচ্ছের কাছেই হার মেনেছে গরম। এত গরমে কিভাবে প্র্যাকটিস হবে বুঝি না। কর্মকর্তাদের বলব, যাতে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এসি ছাড়ার অনুমতি নিয়ে নেয়। পরিবেশ অনুকূলে থাকলে খেলোয়াড়রাও স্বতঃস্ফূর্তভাবে অনুশীলন করতে পারবে। দশ দিনের মধ্যে ভারত থেকে দু’জন কোচ আসতে পারে। দেশীয় কোচ হিসেবে আমিই আছি।’
কয়েকবারের জাতীয় চ্যাম্পিয়ন মাহবুব বিল্লাহ বলেন, ‘প্র্যাকটিসের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। থাকার পরিবেশটাও ঘুরে দেখে যান। পত্রিকায় পড়েছি সবকিছু কমপ্লিট। কতটা কমপ্লিট স্বচক্ষে দেখলেই বুঝবেন। আমরা টিটিকে ভালোবাসি বলে অনেক কিছু ছাড় দিয়ে খেলি। পৃথিবীর আর কোথায়ও জাতীয় দল এমনভাবে থাকে না। তবে হ্যাঁ, এসি লেগে গেলে পরিস্থিতি অনুকূলেই থাকবে।’

 


আরো সংবাদ



premium cement