২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লিলিকে ছাড়িয়ে গেলেন লিঁও

-

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে ডেনিস লিলিকে ছাড়িয়ে গেলেন বর্তমান দলের অফ-স্পিনার নাথান লিঁও। লিডসে অ্যাশেজের চলমান টেস্টের চতুর্থ দিন ইংল্যান্ডের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ ইনিংসে ১টি উইকেট নিয়ে লিলিকে ছাপিয়ে যান লিঁও। ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে শিকার করে টেস্ট ক্যারিয়ারে নিজের উইকেট সংখ্যা ৩৫৬তে নিয়ে যান লিঁও। ৭০ ম্যাচে ৩৫৫ উইকেট রয়েছে লিলির।
হেডিংলিতে খেলতে নামার আগে লিঁও’র টেস্ট পরিসংখ্যান ছিল এমন- ৮৮ ম্যাচে ৩৫৫ উইকেট। ওই সময় লিলির সমান উইকেট ছিল তার। ফলে আর মাত্র ১টি উইকেট শিকার করতে পারলেই অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে লিলিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে যাবেন লিঁও। সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে উইকেট শিকার করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে রুটকে আউট করে লিলিকে পেছনে ফেলেন লিঁও।
লিঁও সামনে এখন আছেন কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন ও পেসার গ্লেন ম্যাকগ্রা। ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট শিকার করেছেন।


আরো সংবাদ



premium cement