২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘শিরিন এখনো পদক জয়ের ক্ষমতা রাখেন’

-

এসএ গেমসের বিভিন্ন ডিসিপ্লিনের ক্যাম্প শুরু হয়ে গেছে অনেক আগে। কুস্তি ডিসিপ্লিনের অনুশীলনও শুরু হয়েছে মাস দেড়েকের মতো। কিন্তু সেখানে জায়গা হয়নি বাংলাদেশকে আন্তর্জাতিক পদক এনে দেয়া শিরিন সুলতানার। কর্তাব্যক্তিদের রোষানলে পড়ে গুণী এই রেসলার সময় কাটাচ্ছেন রেসলিংয়ের বাইরে। রোষানলের প্রধান কারণ মুখে কুলুপ এঁটে থাকতে পারেন না ৬৭ কেজি ওজন শ্রেণীর এই গ্ল্যামার কুস্তিবিদ। ফেডারেশন থেকে নানা সময় নানারকম কথা শুনা গেলেও যুগ্ম সম্পাদক মেজবাউদ্দিন আজাদ মনে করেন, ‘যোগ্যতার ভিত্তিতেই ক্যাম্পে সুযোগ পাবে শিরিন সুলতানা। তার মতো কুস্তিগির এখনো বাংলার মাটিতে পয়দা হয়নি। সে এখনো বাংলাদেশকে পদক দেয়ার ক্ষমতা রাখে।’
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামের শিরিন সুলতানা জাতীয় ক্রীড়াবিদ ও নারী উদ্যোক্তা। গ্রামাঞ্চলের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এই কুস্তিগির দুই ভাই ও এক বোনের মধ্যে মেজো। বাবা বেঁচে নেই বলে অনুপ্রেরণার উৎস তার মা। ২০০৮ সালে বাংলাদেশ আনসারে ব্যাটালিয়ন সৈনিক হিসেবে যোগ দেন তিনি। ২০০৯ সালে বাংলাদেশ আনসারে ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু হলে সেখানে জাতীয় মহিলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় রেহানা পারভীনের নজরে আসেন তিনি। মূলত সেখান থেকেই তার খেলোয়াড়ি জীবনের শুরু। নানারকম ডিসিপ্লিনে খেললেও কুস্তিগির হিসেবেই পরিচিত পান।
দেশের হয়ে ২০১২ সালে ভারতে ইন্দো-বাংলাদেশ-বাংলা আন্তর্জাতিক রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেন শিরিন। ২১তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে চতুর্থ হন তিনি। ২০১৬ সালে গৌহাটিতে এসএ গেমসে কুস্তিতে সিলভার মেডেল জয় করেন শিরিন। অথচ তাকে রেখে ক্যাম্প চলমান রয়েছে শফিপুর আনসার অ্যাকাডেমিতে। কয়েক দিন আগেও সেখানকার নোংরা পরিবেশ নিয়ে মিডিয়ায় নানারকম খবর রটেছে। অস্বাস্থ্যকার সেই পরিবেশে ক্যাম্প করতে রাজি নন শিরিন। তার মতে, ‘কুস্তির এমন একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প হওয়ার কথা স্বাস্থ্যকর পরিবেশে। ক্যাম্প যদি ওখান থেকে সরিয়ে ভালো কোনো জায়গায় করা হয় তাহলে ক্যাম্পে যোগ দেবো। এই কারণেই থেমে আছে তার ক্যাম্পে যোগদান।’
সূত্র মতে, শিরিনের ক্যাটাগরিতে যোগ্য কোনো কুস্তিগির নেই। শিরিন যদি মাত্র দুই মাসও অনুশীলন করে তাহলে এসএ গেমস থেকে পদক আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এখন কর্মকর্তাদের ভাবতে হবে তারা কি আন্তর্জাতিক পদক চান নাকি ইগো নিয়ে থাকতে চান। যুগ্ম সম্পাদক আজাদ জানান, ‘আমি মিটিংয়ে পদকের বিষয়টি বোঝাতে চেষ্টা করব। রেসলিং থেকে যদি পদক আসে তাহলে এটি দেশের সম্মান। রেসলিং ফেডারেশনের সম্মান। কর্তাদের সম্মান। আগামী সপ্তাহেই একটা রেজাল্ট পাওয়া যাবে, শিরিনকে ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হবে কি না। সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান বর্তমান অসুস্থ। তার জন্যই অপেক্ষা।’

 


আরো সংবাদ



premium cement