২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিরোনামে স্মিথের ইনজুরি

-

লর্ডস টেস্টের মাঠের দ্বৈরথ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্টিভেন স্মিথ। আচমকা অবনমন ঘটেছে তার হেড ইনজুরির। রোববার অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে তাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া। সফরকারীদের আকস্মিক এই সিদ্ধান্তের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে সাবেক অধিনায়কের মুভমেন্টে ’সাময়িক অবচেতন’ সংক্রান্ত ঘটনার উপস্থিতি। ম্যাচের শেষ দিনের আনুষ্ঠানিক অনুপস্থিতি ৫ দিনের ফরম্যাটের প্রথম বদলি ক্রিকেটারের নতুন অধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে স্মিথের ক্যারিয়ারে। তার স্থলাভিষিক্ত হিসেবে লর্ডস টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন মারনাস লুবসচেঞ্জ।
হেড ইনজুরি আচমকা অবনমন অ্যাশেজের তৃতীয় হেডিংলি টেস্টে স্মিথের প্রতিনিধিত্বও অনিশ্চিত হয়ে পড়েছে। সবকিছু নির্ভর করছে তার সেরে ওঠার উপর। শনিবার ইংলিশ পেসার আর্চারের তীব্রগতির ডেলিভারি কানের নিচে সরাসরি আঘাত হানলে মাটিয়ে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার সুপারস্টার। অবসর নিয়ে ফিরে যান ড্রেসিংরুমে। এক ঘণ্টা বিশ্রামের পর তিনি পুনরায় ব্যাটিং করেন।

 

 


আরো সংবাদ



premium cement