২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কোয়ার্টারে জকোভিচ বিদায় ফেদেরার

-

সিনসিনাটি মাস্টার্স টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। পক্ষান্তরে ইউএস ওপেনের রিহার্সেল হিসেবে বিবেচিত এ টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই রজার ফেদেরার। এক দিক থেকে ফেদেরার বিদায় নেয়ায় জকোভিচের ফাইনালের পথটি অনেকটাই পরিষ্কার হয়ে গেল।
মাত্র ৯০ মিনিট স্থায়ী ম্যাচে জকোভিচ ৬-৩, ৬-৪ গেমে বিশ্বের ৫৩ নম্বর খেলোয়াড় স্পেনের পাবলো কারেনো বুস্তাকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আজ আমি অত্যন্ত খুশি। কেননা আজ আমি ভালো মানসম্পন্ন একজন খেলোয়াড়কে হারিয়েছি। সরাসরি সেটে জয় পেয়েছি। তবে স্কোর দেখে বোঝা যাচ্ছে না ম্যাচটি কত কঠিন ছিল।’ তবে ক্যারিয়ারে প্রথম দেখাতেই রাশিয়ার আন্দ্রেই রুবলেভের কাছে হেরে যান ফেদেরার।
ফেদেরারকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে আপসেট ঘটান রুবলেভ। গত সপ্তাহে ৩৮ বছরে পা রাখা সাতবারের সিনসিনাটি চ্যাম্পিয়ন ফেদেরার যেন উইম্বলডন ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রুবলেভের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। ফেদেরার বলেন, ‘শুরুতেই সার্ভিসে আমার কিছু সমস্যা হয়েছে, যা থেকে আমি আর বের হয়ে আসতে পারিনি।’ ইনজুরির কারণে গত মওসুমের শেষ কয়েক মাস খেলার বাইরে কাটানো বাছাই পর্ব থেকে উন্নীত রাশিয়ার ২১ বছর বয়সী রুবলেভ যেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারকে হারিয়ে সবাইকে অবাক করে দেন। তিনি বলেন, ‘রজারের মতো একজন কিংবদন্তি খেলোয়াড়কে হারানোর অনুভূতিটাই অবিশ্বাস্য।

 


উপস্থিত দর্শকদের মধ্যে কমপক্ষে ৯৯ শতাংশই তাকে সমর্থন করছিলেন। আজ আমি কেবল নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি।’
কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস পুইলি। আরেক রাশান কারেন খাচানভকে ৬-৭(৩/৭), ৬-৪, ৬-২ গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন পুইলি। এ ছাড়াও কোয়ার্টার ফাইনালে উঠেছেন রাশিয়ার ডানিল মেদভেদেভ, স্পেনের রবার্তো বাউতিস্তা আগুত, ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েট, জাপানের ইয়োশিহিতো নিশিওকা ও বেলারুশের ডেভিড গোফিন। নবম বাছাই মেদভেদেভ ৬-২, ৬-১ গেমে জার্মানির ইয়ান-লেনার্ড স্টার্ফকে, একাদশ বাছাই আগুত ৬-১, ৬-২ গেমে সার্বিয়ার মিওমির কেচমানভিচকে, গ্যামকুয়েট ৭-৬(৮/৬), ৬-৩ গেমে আর্জেন্টিনার শোয়ার্জম্যানকে, নিশিওকা ৭-৫, ৬-৪ গেমে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে এবং ষোড়শ বাছাই গোফিন ৭-৬(৮/৬), ৬-২ গেমে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে পরাজিত করেন।

 


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল