২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বুবকাকে ঢাকায় আসার আমন্ত্রণ

-

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং দেশব্যাপী দুটি ঘরোয়া প্রতিযোগিতার আয়োজন করবে। তিনটি টুর্নামেন্টই হবে বঙ্গবন্ধুর নামে। আগামী বছর নভেম্বরে আয়োজন হতে পারে বঙ্গবন্ধু সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ জন্য ফেডারেশনের বাজেট ১২ কোটি টাকার মতো। এই আন্তর্জাতিক টুর্নামেন্টের বড় আকর্ষণ হতে পারেন বিশ্ব অ্যাথলেটিকসের অন্যতম কিংবদন্তি পোল জাম্পের তারকা সার্গেই বুবকা।
সাবেক এই পোলভোল্ট তারকা ইউক্রেনের বুবকাকে আগেও একবার ঢাকায় আনার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কিন্তু ব্যস্ত সূচির কারণে তিনি সময় দিতে পারেননি। এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এই তারকা অ্যাথলেটকে আমন্ত্রণ জানিয়েছে ফেডারেশন। নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, ‘গত মাসে থাইল্যান্ডে দেখা হয়েছিল বুবকার সাথে। তখনই তাকে আমন্ত্রণ জানিয়েছি। তাকে বলেছি আগামী বছর নভেম্বরের কথা। কিন্তু সাফ অ্যাথলেটিকস ঠিক কবে থেকে হবে তা জানাতে পারিনি। কারণ এখানো আমরা ঠিক করতে পারিনি কবে সাফ অ্যাথলেটিকস হবে। নির্দিষ্ট তারিখ না জানালে তো এত বড় তারকাকে পাওয়া কঠিন। মৌখিকভাবে আমন্ত্রণ জানানোর পর বুবকাকে ফেডারেশন থেকে একটা মেইল পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে কাতারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার সাথে দেখা হবে। তখন আরো ভালোভাবে বলা যাবে।’
সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের তারিখটা তার আগেই চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছেন সাধারণ সম্পাদক, ‘তারিখটা আসলে আমাদের ওপর নির্ভর করছে না। এখানে সরকার ও সাফের সিদ্ধান্তের বিষয় আছে। যে কারণে, বুবকাকে সময় জানাতে পারিনি। আশা করি, আগামী মাসে সব জানাতে পারব।’
আন্তর্জাতিক এই টুর্নামেন্টের পাশাপাশি আগামী বছর ব্যাপক আকারে বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে ম্যারাথন আয়োজন করবে ফেডারেশন। জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে ইউনিয়ন পর্যায় থেকে। ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ পর্ব শেষে জাতীয় পর্যায়ে হবে এই চ্যাম্পিয়নশিপ। এ চ্যাম্পিয়নশিপের জন্য ফেডারেশন সাড়ে ৫ কোটি টাকা বাজেট নির্ধারণ করেছে।


আরো সংবাদ



premium cement