১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চ্যাম্পিয়নের মতোই সূচনা ম্যানসিটির

-

চ্যাম্পিয়নের মতোই সূচনা ম্যানসিটির। দলটির তারকাসমৃদ্ধ আক্রমণভাগের চ্যালেঞ্জ মোকাবেলায় রীতিমতো বিধ্বস্ত ওয়েস্টহ্যাম। লন্ডনের ক্লাবটিকে উড়িয়ে দিয়েই নতুন মওসুমের প্রিমিয়ার লিগের দুর্দান্ত শুরুর উচ্ছ্বাস বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের ২০১৯/২০২০ আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলটির উড়ন্ত সূচনায় ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা পালন করেছে রাহিম স্টারলিংয়ের হ্যাটট্রিক। গতকাল লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ইংলিশ তারকার অনবদ্য পারফরম্যান্স ম্যানসিটির নতুন মওসুমের উচ্ছ্বাসিত শুরু। চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জে মাঠে নেমে ৫-০ গোলের অসহায় হার হজম স্বাগতিক ওয়েস্টহ্যামের।
শুক্রবার নয় মাস দীর্ঘ প্রিমিয়ার টুর্নামেন্টের উদ্বোধনী ফিকশ্চারে প্রত্যাশিত সূচনার টার্গেটে মাঠে নেমে অল রেড খ্যাত লিভারপুলও সাফল্যের উৎসব করেছে। অ্যানফিল্ডের ম্যাচে তারা ৪-১ গোলে উড়িয়ে দেয় নবাগত নরউইচকে। সফরকারী দলটির বিপক্ষে প্রথমার্ধের দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে দেয় অল রেডের দাপুটে জয়োৎসব। সপ্তম মিনিটে তারা লিড নেয় নরউইচের রক্ষণভাগের ফুটবলার হ্যানলির আত্মঘাতী গোলে। বিরতির আগে ২৩ মিনিটের বিধ্বংসী এক স্পেলে লিভারপুলের ৩ গোল ম্যাচ থেকেই ছিটকে দেয় সফরকারীদের। মওসুমের প্রথম খেলার ১৯ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে ব্যবধান দ্বিগুণ স্বাগতিকদের। ৯ মিনিট পর অল রেডের পক্ষে তৃতীয় গোলটি করেন ডাচ ডিফেন্ডার ভারগিল ভ্যান ডিক। বিরতির ৩ মিনিট আগে বেলজীয় স্ট্রাইকার অরিগি দৃশ্যপট দখলে নেন। লুফে নেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানের স্থলাভিষিক্ত হিসেবে প্রথম একাদশে পাওয়া সুযোগ। তার গোল সময়ের ব্যাপারে পরিণত করে দেয় অন্যতম শিরোপা প্রত্যাশী অল রেডের শুভসূচনার উচ্ছ্বাস।
প্রিমিয়ার লিগের ২০১৯/২০ মওসুমের উদ্বোধনীতে লিভারপুলের দারুন নৈপুণ্যের পাল্টা জবাব দেয়ার চ্যালেঞ্জে মাঠে নেমে মোটেও হতাশ করেনি চ্যাম্পিয়ন ম্যানসিটি। দলটির ফুটবলাররা খোলস ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন কঠিন অ্যাওয়ে ম্যাচের চ্যালেঞ্জের প্রথম ৪৫ মিনিটের পর। মূলত তাদের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্টহামের নতুন মওসুমের হতাশাজনক সূচনার যন্ত্রণা। দলটি খেলার শেষ ৪০ মিনিটেই হজম করেছে চার গোল। প্রথমার্ধের ২৫ মিনিটে ব্রাজিলীয় স্ট্রাইকার গার্ব্রিয়েল জেসুস এগিয়ে দেন সফরকারীদের। ১ গোলের লিডে দ্বিতীয়ার্ধের সূচনার পরই আপন মহিমায় উদ্ভাসিত ম্যানসিটি। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টারলিং। তার দ্বিতীয় গোল নির্ধারিত সময়ের ১৫ মিনিট বাকি থাকতে। বদলি হিসেবে নামা সার্জিও অ্যাগুয়েরো ৮৬ মিনিটের গোল ম্যাচ থেকেই ছিটকে দেয় স্বাগতিকদের। ইনজুরি টাইমে ব্যক্তিগত হ্যাটট্রিকের উৎসব স্টারলিংয়ের।


আরো সংবাদ



premium cement
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী সরিষাবাড়ীতে স্কুলছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি

সকল