২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু তামিমদের

-

সাকিব, লিটন দাসের পর শ্রীলঙ্কা সফরে না যাওয়ার তালিকায় যোগ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফুদ্দিন। অধিনায়ক ও সহ-অধিনায়কের অনুপস্থিতিতে তামিম ইকবালের কাঁধে ক্যাপ্টেনসির দায়িত্ব। নিয়মিত কোচদেরও আছে অনুপস্থিতি। ইতোমধ্যে চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন হেড কোচ স্টিভ রোডস ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত ছিল যাদের চাকরির মেয়াদ তাদের অনেকেই নেই। তাহলে বাংলাদেশ দলের কী অবস্থা দাঁড়াল? আসলে এর একটা নমুনা প্রস্তুতি ম্যাচেই আঁচ করা যাবে। পুরো বিষয়টি অনুধাবন করতে অপেক্ষা করতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পর্যন্ত। তবু আজ অনুষ্ঠিত হওয়া ম্যাচেও একটা আবহ বিরাজ করবে। মাশরাফি ছাড়া জাতীয় দল এগোতেই পারে না। ইতোমধ্যে অনেক বারই এটা প্রমাণিত। মাশরাফি নেই। এরপর ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা সাকিবও নেই। কোচদের অনুপস্থিতিও বাংলাদেশ দলকে ভোগাবে। এর একটা উদাহরণ ইতোমধ্যে উঠে এসেছে। বাংলাদেশে সফর করা আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে যারা খেলেছেন, তাদের বেশির ভাগ ক্রিকেটারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। শ্রীলঙ্কা সফরের স্কোয়াডেও রয়েছেন এমন কয়েকজন খেলেছেন ‘এ’ দলে প্রস্তুতির জন্য। কিন্তু সবাই ব্যর্থ। অনুষ্ঠিত হওয়া দুই ওয়ানডে ম্যাচেও টানা হেরেছেন স্বাগতিকরা।
অবশ্য শ্রীলঙ্কা সফর অনেকের পারফরম্যান্সের প্রমাণ করার সুযোগ। সাকিব সব সময় অনুপস্থিত থাকেন না। তার স্থানে যিনি খেলবেন নিজেকে ওই স্থানের যোগ্য হিসেবে প্রমাণে সক্ষম হলে ভবিষ্যতে তাকে চিন্তাভাবনায় রাখা হবে। তেমনিভাবে মাশরাফি, লিটন, মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে যারা খেলবেন, তাদের জন্যও বড় সুযোগ। আসলে এমন সুযোগ মাঝে মধ্যে এলেও সেটাতে প্রমাণে বেশিরভাগ সময়েই ব্যর্থ হন ক্রিকেটাররা। অথচ তারাই আবার ঘরোয়া ক্রিকেটে নিজেদেরকে মেলে ধরে সর্বাগ্রে থাকেন। সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন না তারা। একটা ঘেরটোপের মধ্য দিয়ে যাচ্ছে ব্যাকআপ এসব ক্রিকেটারের পারফরম্যান্স। অবশ্য এখন থেকে পেছনের ইতিহাস বদলে দিতে চান সুযোগ পাওয়া এনামুল হক বিজয়, ফরহাদ রেজা প্রমুখ।
আজ প্রস্তুতি ম্যাচ শ্রীলঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে হলেও সেখানে আসন্ন সিরিজে অংশ নিতে যাওয়া খেলোয়াড়ও আছেন। বিশ্বকাপে অংশ নেয়ার পর দুই দলের জন্য এটা প্রথম কোনো ম্যাচ, প্রথম কোনো সিরিজ। এর জন্যই আজকের এ প্রস্তুতি ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে কলম্বোর প্রেমাদাসায়। নিরাপত্তাজনিত কারণেই এক স্টেডিয়ামেই এ ম্যাচ আয়োজনের উদ্যোগ লঙ্কান বোর্ডের। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে দিবা/রাতের এ প্রস্তুতি ম্যাচ।

 


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল