২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের যুবারা জয় দেখছেন

-

ইংল্যান্ডে তিন জাতি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে শুভ সূচনার অপেক্ষায় বাংলাদেশ অনূর্ধ-১৯। গত রাতে অনুষ্ঠিত হয় তাদের প্রথম ম্যাচ, যাতে স্বাগতিক ইংল্যান্ডকে ২০০/৭ রানে আটকে দিয়েছে বাংলাদেশের ছেলেরা। উরস্টারশায়ারে অনুষ্টিত ওই ম্যাচে প্রথম ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ বাংলাদেশের বোলারদের সামনে সুবিধাই করতে পারেনি। দলের দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করতে সক্ষম হন। বাকিদের বেশির ভাগই ডাবল ফিগারে যেতেই ব্যর্থ। টসে জিতে খেলতে নেমে দুই ওপেনার মউসলে ও ক্লার্ক ৪৯ রানের পার্টনারশিপ গড়েন। ওটাই ইনিংসের বড় জুটি। এরপর বাংলাদেশের বোলারদের সামনে বড় কোনো পার্টনারশিপ আর হয়নি। যে দু’জন হাফ সেঞ্চুরি করেছেন এরা হলেনÑ ৫ নম্বরে ব্যাটিংয়ে নামা গোলসর্থি ও অলড্রেজ। দু’জনে রান করেন যথাক্রমে ৬৯ ও ৫৮ রান। প্রথমজন বল খেলেন ৯৯টি। আর দ্বিতীয় ব্যাটসম্যান ৭৮। অবশ্য শেষের জন নেমেছিলেন ৮ এ। মূলত তার ওই দায়িত্বশীল ব্যাটিংয়েই স্বাগতিকেরা ওই পর্যায়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিব হাসান সাকিব নেন ৪ উইকেট। ১০ ওভার বোলিং করে ৪৯ রানের বিনিময়ে ওই উইকেটগুলো নিয়েছেন তিনি। এ ছাড়া মৃতুঞ্জয় ও রাকিবুল উইকেট প্রাপ্তিতে সুবিধা করতে না পারলেও রান দিয়েছেন খুবই কম। এ দুই ব্যাটসম্যানই ১০ ওভার করে বোলিং করে রান দিয়েছেন যথাক্রমে ৩১ ও ৩৫। প্রথমজন অবশ্য একটি উইকেটও পেয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত ব্যাটিংয়ে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুর্বল টার্গেট চেজিয়ের লক্ষ্যে।
টুর্নামেন্টের প্রথম খেলায় ভারত ও ইংল্যান্ড অংশ নিলেও তাতে জিতেছিল ভারতীয় দল।


আরো সংবাদ



premium cement

সকল