২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘মুশফিকই ছিলেন স্টোকসের চিন্তায়’

নাইটহুডও পাচ্ছেন ইংলিশ অলরাউন্ডার
-

বিশ্বকাপের ফাইনালের ৫০তম ওভারের শেষ বলটির দৃশ্যপটে উদ্ভাসিত হওয়ার আগে শুধু টাইগার উইকেটরক্ষক মুশফিকের কথা স্মরণ করেছেন বলেই দাবি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। গত রোববার লর্ডসে অনুষ্ঠিত আইসসির ১২তম মেগা আসরের শিরোপা লড়াই সুপার ওভার শেষে টাই থেকে গেলে বাউন্ডারি বিধানে চ্যাম্পিয়ন হয় মরগ্যান অ্যান্ড কোং। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে আলোচিত খেলাটির শ্বাসরুদ্ধকর সমাপ্তিতে জয়োৎসবের দেশে পরিণত হয়েছে ইংল্যান্ড। সোমবার দ্য ওভালে ইংলিশ ক্রিকেটারদের বিশ্বকাপ সেলিব্রেশনের এক ফাঁকে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইতিহাসের শ্রেষ্ঠ ফাইনালের বিশেষ মুহূর্ত নিয়ে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন তারকা অলরাউন্ডার স্টোকস। একপর্যায়ে ৫০ ওভারের খেলার শেষ বলটির আগের ভাবনার বিষয়ে মুশফিককেই মনে করার কথা উল্লেখ করেন ইংল্যান্ডের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক এই সুপারস্টার অলরাউন্ডার।
তিন ফাইনালে পরাজিত ইংল্যান্ডের বহু-প্রতীক্ষিত ওয়ানডের শ্রেষ্ঠত্ব দখলে ব্যাট হাতে ‘এক্স ফ্যাক্টর’ অবদান রাখার পুরস্কারও নিশ্চিত হয়ে গেছে স্টোকসের। তারকা ক্রিকেটারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ‘নাইটহুড’ খেতাবে ভূষিত করার ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার রেসে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও জেরেমি হ্যান্ট। তাদের
দুইজনের মধ্য থেকে যেকোনো একজন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন বিদায়ের দ্বারপ্রান্তে উপনীত থেরেসা মের স্থলাভিষিক্ত হিসেবে। স্টোকস বলেন, ‘৫০তম ওভারের শেষ বলটির আগে আমার চিন্তার জগতের সবটুকু দখলে নেয় ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল দ্বৈরথ। ছক্কা হাঁকিয়ে নিজেকে ‘নায়ক’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা থেকে নিজেকে বিরত রেখেছি। সিঙ্গেল নিয়েছি। সুপার ওভার নিশ্চিত হয়েছে।’
আয়োজক ভারতের বিপক্ষে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের নিশ্চিত জয়োৎসব হাতছাড়ার যন্ত্রণা হজম বাংলাদেশের। জয়ের জন্য শেষ ৩ বলে টাইগারদের প্রয়োজন দাঁড়ায় ৩ রান। পান্ডিয়ার করা ২০তম ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীমের বাউন্ডারি হাঁকিয়ে খেলা সমাপ্তির প্রচেষ্টা শেষ পর্যন্ত ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকা পালন করেছে টাইগারদের হতাশাজনক পরাজয়ে। ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে তার সাজঘরে প্রত্যাবর্তনের পর নাটকীয়ভাবেই ১ রানের জয়োৎসব ভারতের।
সোমবার দ্য সান ও টলকরেডিও আয়োজিত ‘হ্যাঁ’ ও না বির্তকে অংশ নেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার রেসে থাকা দুই প্রার্থী বরিস জনসন- জেরেমি হ্যান্ট। সোমবার অনুষ্ঠিত বিতর্কের একপর্যায়ে তারা দুইজন স্টোকসকে নাইটহুড মর্যাদায় ভূষিত সংক্রান্ত প্রশ্নের জবাবে হ্যাঁ করেন। বরিস জনসন বলেন, ‘আমি তাকে সর্বোচ্চ খেতাবেই ভূষিত করব।’

 


আরো সংবাদ



premium cement
মেক্সিকোয় মেয়র প্রার্থী ছুরিকাঘাতে নিহত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহেও ক্লাস বন্ধ ঘোষণা দেশীয় খেলাকে সমান সুযোগ দিন : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের শোষণ থেকে জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে : মিয়া গোলাম পরওয়ার সিংড়ায় প্রতিমন্ত্রীর শ্যালককে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ আ’লীগের চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল

সকল