২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আল্লাহ আমাদের সাথে ছিলেন : মরগ্যান

বিশ্বকাপ ট্রফি হাতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান : এএফপি -

বিশ্বকাপের ফাইনালে আল্লাহ ইংল্যান্ডের সাথে ছিল বলে দাবি করেছেন অধিনায়ক ইয়ন মরগ্যান। আইসিসির ১২তম মেগা আসরের শিরোপা নির্ধারণী দ্বৈরথ তিনি সর্বকালের শ্রেষ্ঠ ম্যাচ হিসেবে অ্যাখ্যায়িত করেন। ২০১৯ সালের বিশ্বকাপ জয়োৎসব ইংল্যান্ডের নতুন জেনারেশনকে ক্রিকেটের প্রতি ধাবিত করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ৩৩ বছর বয়সী দলনায়ক। রোববার লর্ডসে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের সর্বোচ্চ মেগা আসরের ১২তম সংস্করনের রুদ্ধশ্বাস ফাইনালে ইংলিশদের ট্রফি উৎসব শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান মরগ্যান।
ফাইনালে ‘আইরিশ ভাগ্য’ ইংল্যান্ডের পাশে ছিল কি না, এমন এক প্রশ্নের উত্তরে আইরিশ বংশোদ্ভুত ইংলিশ অধিনায়ক মরগ্যান বলেন, ‘আল্লাহ আমাদের সাথে ছিলেন। আদিল রশিদের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন, অবশ্যই আল্লাহ আমাদের সাথে ছিলেন। মূলত ধর্মীয় ও সাংস্কতিক সহ-অবস্থান বিচারে বহুমাত্রিক টিম ইংল্যান্ডের ড্রেসিংরুম।’
‘লাক অব দ্য আইরিশ’ আয়ারল্যান্ডের সমাজ জীবনে ‘অত্যন্ত সৌভাগ্যবান’ অভিব্যক্তি প্রকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে। মরগ্যান আরো বলেন, ‘ফাইনালে প্রতিনিধিত্বের মাধ্যমে অসাধারণ এক ক্রিকেট ম্যাচের অভিজ্ঞতা হয়েছে। দুই দলের মধ্যে পার্থক্য তৈরির কোনো পথ খোলা ছিল না। কেন উইলিয়ামসন ও নিউজিল্যান্ডের অন্যান্য ক্রিকেটারদের সাথে কথা বলেছি। শিরোপা নির্ধারণী খেলায় তাদের প্রতিদ্বন্দ্বিতা রীতিমতো বিম্মিত করেছে।’
২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের যাচ্ছেতাই নৈপুণ্য নতুন জেনারেশনের ক্রিকেটবিমুখ মনোভব শিগগিরই দূরভীত হবে বলেই আশা প্রকাশ করেছেন মরগ্যান। ইংলিশদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো দলনায়ক বলেন, ‘তরুণদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রত্যাশা করছি। রোববার ছুটির দিনে তারা কেবল চলচ্চিত্র কিংবা অন্য কিছু নিয়ে পড়ে থাকবে না, ২২ গজের উইকেটের ব্যাট-বলের খেলার ব্যাপারেও খোঁজ নেবে।’


আরো সংবাদ



premium cement

সকল