১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ত্রাতার ভূমিকায় সৌম্য সরকার

-

ওপেনিং ব্যাটসম্যান হিসেবেই সুনাম সৌম্য সরকারের। সময়মতো জ্বলে ওঠার নজিরও আছে। মাঝে মধ্যে বল হাতে নেয়ার অভিজ্ঞতাও আছে। তবে গতকাল যা করলেন সেটি আগে কখনো করেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে দেখালেন ক্যারিশমা। বাংলাদেশের সব বোলার যখন ধুন্ধামার রান বিলিয়ে দিচ্ছিলেন, তখনই ত্রাতারূপে আবির্ভূত হলেন সৌম্য। নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি তার বলে হয়েছে আরো একটি রান আউট।
সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেনের মতো বোলার যেখানে বড় জুটি ভাঙতে পারলেন না; সেখানে ফিঞ্চ-ওয়ার্নারের ১২১ রানের জুটি ভেঙেছেন সৌম্য। এরপর ১৮৯ রানের বড় পার্টনারশিপে বিশাল সংগ্রহের স্বপ্ন দেখছিল অসিরা। সেটাও পণ্ড করেছেন সৌম্য। ৫৩ রান করা ফিঞ্চকে ফেরানোর পর ১৬৬ রানের ক্রিজে থাকা ওয়ার্নাকে ফিরিয়েছেন। এরপর বিশ্বকাপে প্রথম শতকের আশায় থাকা উসমান খাজাকেও শিকার করেছেন তিনি। একই ওভারে রান আউটে ফিরিয়েছেন ম্যাক্সওয়েলক। যিনি মাত্র ১০ বলে করেছেন ৩২ রান।


আরো সংবাদ



premium cement