২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রতিটি ম্যাচই ফাইনাল : হোল্ডার

-

বাংলাদেশের কাছে হেরে প্রচণ্ড ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে হারিয়ে তাদের যে দুর্দান্ত শুরু, যা নতুন করে ভাবাতে বাধ্য করেছিল ক্যারিবিয়ান ক্রিকেটকে নিয়ে সেই উইন্ডিজ ক্রিকেট দলের এখন সেমিতে যাওয়াটাই অনিশ্চয়তায়। পাঁচ খেলায় মাত্র তিন পয়েন্ট নিয়ে নেমে গেছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। অবশ্য এখনো ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে খেলার সম্ভাবনা দেখছেন দলের অধিনায়ক জেসন হোল্ডার। এ জন্য জিততে হবে বাকি সব ম্যাচেই। তার মতে, ওয়েস্ট ইন্ডিজের অবশিষ্ট ম্যাচগুলো এখন ফাইনালের সমতুল্য। জানান, ‘এটা বেশ কঠিন। তবে একেবারে অসম্ভব নয়। এজন্য বাকি সব খেলাতেই জিততে হবে।’ আরো বলেন, ‘অন্য কোনো দল আমাদের সাহায্য করবে সেটার দিকে আমি তাকিয়ে নই। আমাদেরই আমাদের কাজই করতে হবে। শতভাগ দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে নিজেদের দখলে।’ গত পরশু টনটনে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারের পর এই মন্তব্য ক্যারিবিয়ান ক্যাপ্টেনের।
ওয়েস্ট ইন্ডিজের বাকি ম্যাচগুলো নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। এর যেকোনো একটি ম্যাচে হারলেই নক আউট পর্বে উঠা হবে না ১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশের বিপক্ষে ৩২১ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তা যে মোটেই পর্যাপ্ত নয় তা প্রমাণিত হয় সাকিব আল হাসান, লিটন দাশ, তামিম ইকবাল ও সৌম্য সরকারদের ব্যাটিং তাণ্ডবে। এই রান যে যথেষ্ট ছিল না তা মেনে নিলেন হোল্ডারও। তার মতে, এই ছোট মাঠে আমাদের স্কোর হওয়া উচিত ছিল ৩৬০ থেকে ৩৭০ রান। কিন্তু আমরা তা করতে পারিনি। পুঁজিটা যথেষ্ট ছিল না।
ফাস্ট বোলার কাম ব্যাটসম্যান জেসন হোল্ডারের বক্তব্য, ‘আমরা প্রথম ১০ ওভারে তেমন রান তুলতে পারিনি। খুব কঠিন সময় পার করেছি তখন। পরেও সক্ষম হয়নি রান রেট বাড়াতে। খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা উইকেট হারিয়েছি। আমাদের উচিত ছিল রান রেট বাড়ানো এবং আরো কিছু চার-ছক্কা মারা।’ ১২১ বলে ৯৬ রান করেছেন শাই হোপ। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। তবে এই রানেও অসন্তুষ্টি হোল্ডারের। বিশেষ করে তার স্ট্রাইক রেটের কারণে। দলপতির মতে, ‘হ্যাঁ শাই হোপ ৯৬ রান করেছেন। এটা বড় স্কোর। কিন্তু তারতো আরো আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। বিশেষ করে এই ছোট মাঠে। এ ছাড়া প্রথম চার ব্যাটসম্যানের দায়িত্ব ছিল তাদের ইনিংসকে শেষ পর্যন্ত টেনে নেয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি।’
ক্যারিবিয়ান দলে বোলিং সাইড শুধুই ফাস্ট বোলারদের নিয়ে গড়া। দলে নেই প্রথম সারির স্পিনার। এটা দলের ব্যালেন্সটাই নষ্ট করেছে। অবশ্য এই মতের বিপক্ষে জেসন হোল্ডার। তার জবাব, ‘ফাস্ট বোলারদেরই আসর এটি। স্পিনাররা তেমন ফল পাচ্ছেন না এখানে। আসলে বাংলাদেশের বিপক্ষে আমরা নতুন বলে কোনো উইকেট নিতে পারিনি।’ অবশ্য এরপরেই বাংলাদেশের প্রশংসা বিপক্ষ ক্যাপ্টেনের মুখে। ‘তারা ভালো ব্যাটিং করেছে। তাদের অবশ্যই এর কৃতিত্ব দিতে হবে।’
এরপর হোল্ডার যোগ করেন, আমরা প্রয়োজনের সময়ে সাকিব আল হাসানের ক্যাচ মিস করেছি। আন্দ্রে রাসেলের ওভারে ফাইন লেগে ক্যাচটি ধরা উচিত ছিল শ্যানন গ্যাব্রিয়েলের। তা ছাড়া ব্যাট ছুঁয়ে আসা কিছু বলও ক্যাচ না হয়ে চার-ছক্কা হয়েছে। মোট কথা ফিল্ডিংয়ে আমরা ভাগ্যেরও সহায়তা পাইনি। সূত্র : ত্রিনিদাদ টোবাগো গার্ডিয়ান

 


আরো সংবাদ



premium cement