২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের পেছনে আছে সুখস্মৃতি

সৌম্য সরকার প্র্যাকটিসে নামছেন ; রুবেল অনুশীলনের সময় বল ছুড়ছেন ; ফিল্ডিংয়ে মনোযোগ দিয়েছেন মিথুন : এএফপি -

ইতোমধ্যে দ্বাদশ বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তার মধ্যে ১টি জয়, ২টি হার ও ১টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার স্বাদ পেয়েছে টাইগাররা। তাই তাদের সংগ্রহে আছে মাত্র ৩ পয়েন্ট। এতে চিন্তার ভাজ বাংলাদেশের কপালে। সেমিফাইনালে যাওয়ার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই মাশরাফি বাহিনী। এ অবস্থায় আজ নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ক্যারিবীয়দের বিপক্ষে ভালো খেলার টনিক হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সুখস্মৃতি মনে করতে পারে। ওই আসরে লিগ পর্বে দু’বার ও ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিতে উজ্জীবিত হয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য মাশরাফি-সাকিবদের। ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। এই ভেনুটি সামারসেট কাউন্টি গ্রাউন্ড নামেও পরিচিত।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গেল মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজও ছিল ওই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করে টাইগাররা। পরের ম্যাচে আয়ারল্যান্ডের সাথে ২২ গজে লড়াই করতে নামতে পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়।
এরপর লিগের দ্বিতীয় পর্বে আবারো ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে বাংলাদেশ। ৫ উইকেটের জয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় টাইগাররা। লিগ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ৬ উইকেটে জিতে মাশরাফির দল। ৪ ম্যাচে ৩ জয় ও ১টি পরিত্যক্ত ম্যাচের স্বাদ নিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ।
লিগ পর্বে দু’বার হারানোর পরও ফাইনাল ম্যাচে আত্মতৃপ্তিতে ভোগেনি বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ছাড় দেয়নি স্টিভ রোডসের শিষ্যরা। সাকিবকে ছাড়া ওই বৃষ্টিবিঘিœত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ম্যাচ জয়ের জন্য বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে খেলতে নেমে ওপেনার সৌম্য সরকারের ব্যাটে চড়ে জয়ের পথ খুঁজছিল টাইগাররা। সৌম্য ৪১ বলে ৬৬ রানে বিদায় নিলে একপর্যায়ে ১৫ দশমিক ৪ ওভারে ১৪৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। কারণ ওই সময় ম্যাচ জয়ের জন্য ৫০ বলে ৬৭ রান দরকার পড়ে টাইগারদের। হাতে ছিল ৫ উইকেট। উইকেটে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।
ক্রিজে গিয়ে সেট হতে বেশি সময় নেননি ৭ নম্বরে নামা মোসাদ্দেক। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ওপর চড়াও হন তিনি। চার-ছক্কার ফুলঝুড়িতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মোসাদ্দেক। ২২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেনের ৬ বল থেকে যথাক্রমেÑ ৬, ৬, ৪, ৬, ২ ও ১ রান নেন মোসাদ্দেক। ওই ওভার থেকে ২৫ রান তুলে মাত্র ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মোসাদ্দেক। বাংলাদেশের পক্ষে যা সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত মোসাদ্দেকের ২৭ বলে ২টি চার ও ৫টি ছক্কায় অপরাজিত ৫২ রান ও মাহমুদুল্লাহর ১৮ বলে ১৯ রানে ৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই প্রথমবারের মতো নিজেদের ক্রিকেট ইতিহাসে তিন বা ততোধিক দলের কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ নিতে পারে মাশরাফির নেতৃত্বাধীন বাংলাদেশ।
ওই শিরোপাই এখন বাংলাদেশের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর হতাশা ঘিরে ধরেছে টাইগারদের। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ।
জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কেনিংটন ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে জয়ের পর নিউজিল্যান্ডের সাথেও জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ২ উইকেটে কিউইদের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম ধাক্কা খায় বাংলাদেশ।
এরপর নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফের পয়মন্ত ভেনুতে ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দু’টি হারের সাথে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় খেলা; যে কারণে নিজেদের লক্ষ্যের পথে দুশ্চিন্তায় পড়ে গেছে বাংলাদেশ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে কিছুটা চিন্তামুক্ত হতে মরিয়া টাইগাররা।
পয়েন্ট টেবিলে বাংলাদেশের মতো একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ৪ খেলায় ১ জয় ২টি হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ৩ পয়েন্ট ক্যারিবীয়দের। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ষষ্ঠস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়ার কাছে ১৫ রানে হারে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে জেসন হোল্ডারের দল।

 


আরো সংবাদ



premium cement