২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তান-ভারত ক্রিকেট লড়াই আজ

-

প্রতীক্ষার পালা শেষ। প্রস্তুত ম্যানচেস্টার। দুই দলের ক্রিকেটাররাও মুখিয়ে মাঠে নামার জন্য। শেষবারের মতো প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ মাঠে গড়াচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথ। আইসিসির ১২তম বিশ্বকাপের হাইভোল্টেজ খেলায় মুখোমুখি হচ্ছে পুরনো প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তান-ভারত। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটিকে ঘিরে বাড়তি উত্তাপে টইটম্বুর ক্রিকেটাঙ্গন। আবহাওয়ার পূর্বাভাসও পজেটিভ। সামান্য বৃষ্টির শঙ্কা রয়েছে। ফলে উপমহাদেশের দল দুটোর মধ্যকার পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন করে ঝালাইয়ের উত্তেজনায় ঠাসা ক্রিকেটের প্রদর্শনীতে বৃষ্টির প্রভাবও সীমাবদ্ধ থাকবে। ২০১৯ সালের বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
ইংলিশ বিশ্বকাপের অন্যতম হট ফেবারিট ভারত। টুর্নামেন্টে উড়ন্ত সূচনার প্রত্যাশাও পূরণ করেছে কোহলি অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়োৎসব তুঙ্গে পৌঁছেছে দলটির ক্রিকেটারদের আত্মবিশ্বাস। বৃষ্টি ভেস্তে দিয়েছে ভারতের তৃতীয় ম্যাচ। তাদেরকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলায়। ৩ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহে সেমির প্রত্যাশা পূরণের রেসেও সুবিধাজনক অবস্থানে ভারত। দলটির একমাত্র দুশ্চিন্তা হিসেবে উদ্ভাসিত সিনিয়র ওপেনার শেখর ধাওয়ানের ইনজুরি। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির ইংনিস খেলার প্রক্রিয়ায় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির চোট। তার শূন্যতা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্ব পাচ্ছেন লকেশ রাহুল। পাকিস্তানের বিপক্ষে তিনি ওপেন করবেন রোহিতের সাথে। ধাওয়ানের ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ইতোমধ্যেই রিশবাহ পন্থাকে ইংল্যান্ডে উড়িয়ে এনেছে ভারত। যদিও দলটির প্রথম একাদশে সুযোগ পাওয়ার রেসে এগিয়ে আছেন দিনেশ কার্তিক।
বিশ্বকাপে পাকিস্তানের মোকাবেলায় অপ্রতিরোধ্য দল ভারত। প্রতিটি ম্যাচেই তারা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী বিপক্ষে খেলতে নেমে। আজ ম্যানচেস্টারের লড়াইয়ের ফেবারিটও কোহলি অ্যান্ড কোং।
সাম্প্রতিক পারফরম্যান্স ও দলীয় ভারসম্য বিচারে এগিয়ে ভারত। জাসপ্রিত বুমরা-ভুবেনেশ্বর সমন্বিত দেশটির পেস অ্যাটাক চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে। তৃতীয় ফাস্ট বোলারের দায়িত্ব পালন করেছেন অলরাউন্ডার পান্ডিয়া। তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে ভারতীয় স্পিন অ্যাটাকও দারুণসমৃদ্ধ। চাহাল-যাদভকে সহায়তার ক্ষেত্রে অলরাউন্ডার জাদেজা নির্ভরতার সাক্ষর রেখেছেন। ব্যাটিং মূল শক্তি ভারতের। মূলত আজ দল দুটোর মধ্যকার ম্যাচটিতে লড়াই হবে ভারতীয় ব্যাটিং ভার্সেস পাকিস্তানের বোলিং। চিরপ্রতিদ্বন্দ্বী দুই জায়ান্টের সর্বশেষ খেলার ভাগ্যও নির্ধারিত হয়েছিল ওই সমীকরণে।
দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হট ফেবারিট ভারতের বিপক্ষে বিস্ময়কর জয়ে পাকিস্তানের চালিকাশক্তির ভূমিকা পালন করেন বোলিং বিভাগ। মোহাম্মদ আমির-হাসান আলি ও ওহাব রিয়াজের সমন্বিত পেস তাণ্ডব শিরোপা রেস থেকে ছিটকে দেয় কোহলির দলকে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে অধরা জয় স্পর্শের মিশনে আজো পাকিস্তানের তুরুপের তাস বোলিং ইউনিট। দারুণ ফর্মে আছেন মোহাম্মদ আমির। ৪ খেলা শেষে তিনি টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট দখলে প্রস্তুতি সম্পন্ন করেছেন ভারতকে মোকাবেলার। ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর পাকিস্তানের বিশ্বকাপ মিশন হোঁচট খেলেছে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ে। ৪ ম্যাচে সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। আইসিসির ১২তম মেগা আসরে সেমির রেসে টিকে থাকায় তাদের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে ভারতের বিপক্ষে খেলার ফলাফল। এ ক্ষেত্রে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তাদের সাফল্য বা ব্যর্থতা।

 


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল