২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পাকিস্তানের বিপক্ষে এগিয়ে ভারত

-

আজ বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের ২২তম ম্যাচ এটি। তবে এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত, পাকিস্তান পঞ্চম। পয়েন্ট টেবিলে পাকিস্তানের চেয়ে এগিয়েই রয়েছে ভারত। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ভারত। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে পাকিস্তান।
বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে অনেক বেশি এগিয়ে ভারত। এখন পর্যন্ত বিশ্বকাপ আসরে পাকিস্তানের কাছে হারেনি টিম ইন্ডিয়া। শুধু ওয়ানডে বিশ্বকাপেই নয়, টি-২০ আসরেও পাকিস্তানের বিপক্ষে শতভাগ সাফল্য রয়েছে ভারতের। ওয়ানডে বিশ্বকাপে আগের ছয় দেখায় ছয়বারই জিতেছে টিম ইন্ডিয়া। টি-২০ লড়াইয়ে আগের পাঁচবারের মতো পাঁচবারই জয় পেয়েছে ভারত। তাই এ ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে এগিয়েই ভারত। তবে মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে ভারত। পাকিস্তানের সাথে ১৩১টি ম্যাচে লড়েছে ভারত। সেখানে জয় পেয়েছে মাত্র ৫৪টিতে। পক্ষান্তরে পাকিস্তানের জয় ৭৩টি। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
শেষ পাঁচ দেখায় পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় বেশি। চারটিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় একটি। তবে সেটিই ছিল অবিস্মরণীয় জয়। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারতকে ১৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ নিয়েছিল পাকিস্তান।


আরো সংবাদ



premium cement