২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজকের শিশু আগামী দিনের মাশরাফি সাকিব তামিম

-

আজকের খুদে ক্রিকেটাররাই আগামী দিনের মাশরাফি-সাকিব-তামিম হয়ে দেশের ভাবমর্যাদা বিশ্বে উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় খান জাহান আলী স্টেডিয়ামে বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রত্যাশার ব্যাক্ত করেন। জাহিদ আহসান আরো বলেন, ‘এ ধরনের আয়োজনে সুবিধাবঞ্চিত অনগ্রসরমান প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে সামনে দিকে এগিয়ে নেয়ার সুযোগ সৃষ্টি হবে।’
ফাইনালে ঢাকার ক্যামব্রিয়ান স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন গাজীপুরের অগ্রণী স্কুল। এর আগে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বিকেএসপির সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিম।
টুর্নামেন্টের উদ্যোক্তা বিএসবির চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, ‘অবহেলিত বিভিন্ন অঞ্চলের খুদে ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের ক্রিকেট প্রতিভাকে সামনের দিকে এগিয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছে বিএসবি ফাউন্ডেশন।’

 


আরো সংবাদ



premium cement