২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে

-

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্বকাপ শুরুর আগে আইসিসি কর্তৃক ১০ দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওই আত্মবিশ্বাস ব্যক্ত করেন। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২ জুন। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারেও তিনি দৃঢ়তা দেখিয়েছেন। যদিও অনুষ্ঠানে তার পাশেই বসা প্রোটিয়া ক্যাপ্টেন ডুপ্লেসিস হেসেই তার জবাব দিয়েছেন এবং বলেছেন এটা (মাশরাফি যা বলেছেন) অসম্ভব। মাশরাফি বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা যেখানে রয়েছে চরম অনিশ্চয়তা। তোমার দিনে তুমি যে কাউকেই হারাতে পার।’
আইসিসির ক্যাপ্টেনস প্রোগ্রামে তিনি নিজেদের কথা তুলে ধরে বলেন, ‘আমরা এ আসরে অনেক আত্মবিশ্বাসী। আমরা যে কাউকেই হারাতে পারি। তবে এটা ঠিক জয় দিয়ে শুরু করা জরুরি। এটা হলে এর একটা অ্যাডভান্টেজ পরে প্রতি মুহূর্তেই থাকে।’ এ আসরে বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটারই নিজ থেকেই ভালো কিছু করার ব্যাপারে খুব আত্মবিশ্বাস রেখেছে। দলের প্রায় প্রতিটি ক্রিকেটার এ মেগা আসরে কিছু না কিছু করে নিজেকে উপস্থাপনের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত তিন জাতি টুর্নামেন্টের শিরোপা জয়ের পর দলের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। বড় কথা, ওই টুর্নামেন্টে বাংলাদেশ দল ছিল অপরাজিত। কারো কাছেই তারা হারেনি এমনকি হারার মতো কোনো পরিস্থিতিও প্রতিপক্ষরা তৈরি করতে পারেনি। বাংলাদেশ জিতেছে ফ্রন্টফুটে থেকেই। শুধু দলের সেরা একাদশেই আস্থা আছে তা নয়। তার রিজার্ভ বেঞ্চে যারা রয়েছেন তারাও দুর্দান্ত ফর্মে। এতে দলের মধ্যে অন্য রকম একটা পরিস্থিতি বিরাজ করছে। মাশরাফি বলেন, ‘এটা দারুণ একটা মুহূর্ত বাংলাদেশ দলের জন্য। আমরা আমাদের রিজার্ভদের ওপরও ভরসা করতে পারি। কারণ তারাও দারুণ ফর্মে এ মুহূর্তে। সত্যিই তারা তাদেরকে দারুণভাবেই উপস্থাপন করে প্রমাণ দিচ্ছে। দলের জুনিয়ররাও অনুধাবন করতে সক্ষম হচ্ছেন কখন কী করতে হবে এবং সেটা তারা করছেনও। সত্যিই আমরা এখন দারুণ ক্রিকেট খেলছি।’
ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে আয়োজিত তিন জাতি টুর্নামেন্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ট্রাই সিরিজ জিতে আমাদের আত্মবিশ্বাসের লেভেল এখন অনেক ওপরে। সত্যিই সেখানে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি।’ বাংলাদেশ এখন প্রস্তুতি নিচ্ছে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে। কার্ডিফে অনুষ্ঠিত হবে ওই দুই খেলা। যার প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। তবে মাশরাফি মনে করেন ওই দুই ম্যাচ খেলে বাংলাদেশের ত্রুটিগুলো পরিপূর্ণভাবেই দূর হয়ে যাবে এবং বিশ্বকাপের সূচনা ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে সক্ষম হবেন।’
উল্লেখ্য, বিশ্বকাপের ক্যাপেন্টস প্রোগ্রামে সব দলের অধিনায়কই উপস্থিত ছিলেন। এবং বিশ্বকাপে তাদের দলের টার্গেট ও ভাবনার কথা জানিয়েছেন। আইসিসির এ আসরে এখন চলছে প্রস্তুতি ম্যাচের পর্ব। এবং সেটা শুরু হয়ে গেছে গতকাল থেকেই। যে সূত্র ধরেই আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। কার্ডিফে সে ম্যাচ।

 


আরো সংবাদ



premium cement