২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দ্বিতীয় বিভাগ হকি

দলবদল পেছানোর দাবি
-

আগামী ১৫ জুন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় বিভাগ হকি লিগ। দলবদলের সময় দেয়া হয়েছে ৩০-৩১ মে। দ্বিতীয় বিভাগের সাতটি দলকে শর্তসাপেক্ষে এক লাখ টাকা করে প্রাইজমানি দেয়া হবে। শর্তগুলোর মাঝে অন্যতম হলো ভালো দল গঠন করতে হবে এবং উন্নত মানের কোচ রাখতে হবে। যাতে করে প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকে। একপেশে খেলা যেন কোনো ম্যাচেই না হয়।
হকির ইতিহাসে এত বড় পার্টিসিপেশন মানি দেখেনি কোনো ক্লাব। তাই ক্লাব কর্মকর্তারা উৎফুল্ল এবং প্রস্তুতি জমজমাট একটি লিগ উপহার দেয়ার জন্য। কিন্তু কিছুটা আপত্তি রয়েছে জেলাশহরে থাকা খেলোয়াড়দের। বিভিন্ন জেলার খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, ‘৩১ মে দলবদলের শেষ তারিখ হলে যাতায়াতের সমস্যা হবে। রোজা থেকে জার্নি করা এবং দ্বিগুণ ভাড়া গোনা তাদের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে পরিবারের অনুমতিরও একটা ব্যাপার থাকে। রমজানের ঈদ যদি ৫ জুন হয় তাহলে তাদের ফিরতে ভীষণ বেগ পেতে হবে। তাই অনেকের ইচ্ছে থাকা সত্ত্বেও ঢাকায় আসতে পারবেন না। দলবদল যদি ঈদের কয়দিন পরে দেয়া হতো তাহলে অনেক খেলোয়াড়ের মনের চাহিদা পূরণ হতো।’


আরো সংবাদ



premium cement