২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পোল্যান্ড মালয়েশিয়ায় আটকে আছে বাহফে

-

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কমিটির চিন্তাধারাও আধুনিক। দলের সাথে প্রয়োজন একজন অত্যাধুনিক কোচের। সেটি তারা সহজেই অনুধাবন করতে পেরেছেন বলেই ছুটেছেন বিদেশী কোচের দিকে। যথা শিগগিরই এবং যথাসময়েই বাহফে চিন্তা করছে নতুন কোরেচ অধীনে জাতীয় দলকে ছেড়ে দিতে। কারণ সময় বেশি নেই। আগামী ১৫-২২ জুলাই থাইল্যান্ডে হবে এশিয়ান ইনডোর হকি টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইনডোর হকিতে। তাই দলটিকে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করার নিমিত্তে বাহফে কর্তাদের এই দৌড়ঝাঁপ।
এশিয়ান হকি ফেডারেশনের মাধ্যমে পোল্যান্ডের দুইজন কোচের বায়োডাটা সংগ্রহ করেছে বাহফে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ মালয়েশিয়ার ইমান গোবিনাথান কৃষ্ণমূর্তিও রয়েছেন বিবেচনায়। গোবীনাথান লাল-সবুজ দলটির সাথে পূর্ব পরিচিত। তার ইনডোর হকির অভিজ্ঞতাও রয়েছে। ২০১৭ সালে তার অধীনে মালয়েশিয়া মহিলা হকি দল এশিয়ান ইনডোর হকির ফাইনাল খেলেছিল। পোল্যান্ডের দুইজনও অনেক অভিজ্ঞ। বাহফে চাচ্ছে এমন একজন কোচ নিবে যিনি খেলোয়াড়দের কোচিং করানোর পাশাপাশি কোচদেরও ডেভেলপ করতে পারবেন। রাতেই ফয়সালা হওয়ার কথা বাহফে কোনদিকে যাবে, পোল্যান্ড না কি মালয়েশিয়া।


আরো সংবাদ



premium cement