১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

টাইগারদের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক থাকতে হবে : রমিজ

-

মাত্র পাঁচ দিন আগেই বাংলাদেশকে চোকার আখ্যা দিয়েছিলেন পাকিস্তানের ৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য রমিজ রাজা। ত্রিদেশীয় সিরিজের আগের দিন বলেছিলেন বাংলাদেশের উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলার সময় মানসিক বাধায় থাকেন। আগে ছয় বার এমন ফাইনাল ম্যাচের প্রতিটিতেই তারা হেরেছে। তাই তারা দক্ষিণ আফ্রিকার মতো চোকার হয়ে যাচ্ছে। বাংলার টাইগাররা সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে দাপটের সাথে হারিয়ে জিতে নেয় শিরোপা। তারপরই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন পাকিস্তানের কিংবদন্তি রমিজ রাজা। যাদেরকে চোকার আখ্যা দিতে গিয়েছেন সেই বাংলাদেশের কাছেই নাকি হারার সম্ভবনা রয়েছে খোদ পাকিস্তানের।
আয়ারল্যান্ডে দারুণ সাফল্যের পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই অনেকেই মনে করছেন, আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করবেন মাশরাফিরা। কেউ কেউ এক ধাপ এগিয়ে রেখে বলেছেন, বিশ্বকাপের সেমিফাইনালেও খেলতে পারে লাল-সবুজের দল। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজাও কণ্ঠ মেলালেন সেই সুরে, বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে বাংলাদেশ।
আর ক’দিন বাদে অর্থাৎ ৩০ মে শুরু হচ্ছে ইংল্যান্ডে বিশ্বকাপ। আসরে ৫ জুলাই লর্ডসে মুখোমুখি হবে পাকিস্তান ও বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের কাছে পাকিস্তান হারবে বলে মনে করেন রমিজ রাজা, ‘বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এ দুই দল বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল ১৯৯৯ সালে। বাংলাদেশ জিতে ছিল ম্যাচটিতে। সেই সময়ে পাকিস্তান দলটি ছিল অনেক শক্তিশালী। আর বর্তমান সময়ের বাংলাদেশ দল অনেক পরিপক্ব।’
২০ বছর আগে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল বাংলাদেশ। সে সময়ে তা ছিল বড় অঘটন। অবশ্য আরেগ বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ পার্থক্য বিস্তর। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বর্তমান দলটি বিশ্বের যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারেও বাংলাদেশ সম্পর্কে রমিজ রাজা বলেন, ‘সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ এবং নিজেদের মাঠে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশও করে টাইগাররা। গত কয়েক বছর ধরে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। এ জন্য পাকিস্তান দলকে সতর্ক থাকতে হবে। কাগজে-কলমে হয়তো বাংলাদেশকে শক্তিশালী ধরা হবে না, তবে নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের রয়েছে।’
তা ছাড়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশই এগিয়ে থাকবে বলেও মনে করেন তিনি, ‘যদি আমরা সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করি, তাহলে পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশই।
১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের দারুণ জয় তুলে নিয়েছিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তা ছাড়া সেই আসরে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছিল টাইগাররা।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩ চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ, প্রতিদ্বন্দ্বী আ'লীগ নেতাকে ইসির শোকজ বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা চরফ্যাশনে স্কুল শিক্ষিকাকে কোপানো মামলার আসামি গ্রেফতার ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

সকল