২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

লা লিগায় ধারাভাষ্য দেয়া দারুণ এক অভিজ্ঞতা

-

দুবাইভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইন যে দিন জামাল ভূঁইয়াকে আমন্ত্রণ জানিয়েছিল লা লিগার ম্যাচের ধারাভাষ্য দিতে, সে দিন থেকেই রোমাঞ্চিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। শুধু অপেক্ষায় ছিলেন কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে গত শনিবার জামাল ভূঁইয়ার স্বপ্ন পূরণ হয়েছে। দিয়েছেন লা লিগার ম্যাচে ধারাভাষ্য। আর এটিকে দারুণ এক অভিজ্ঞতা বলে জানালেন তিনি।
দুবাইয়ে স্পোর্টস চ্যানেলটির স্টুডিওতে বসে আরো দুই বিশ্লেষকের সাথে বাংলাদেশ অধিনায়ক লা লিগার ভ্যালেন্সিয়া ও ভায়াদলিদের মধ্যকার চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচটির ধারাভাষ্য দিয়েছেন। ম্যাচ শুরুর আগে, বিরতিতে ও শেষে জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
জামাল ভূঁইয়া ক্যারিয়ারে ধারাভাষ্যের এই প্রথম অধ্যায় দারুণ উপভোগ করেছেন। লা লিগার ম্যাচে ধারাভাষ্য দেয়াকে দারুণ এক অভিজ্ঞতা উল্লেখ করে তিনি জানান, ‘এটি দারুণ এক অভিজ্ঞতা। আমি মনে করি, সব কিছুই ঠিক ছিল। আজ (গতকাল) আমি বার্সেলোনা ম্যাচের ধারাভাষ্য দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
লা লিগায় বার্সেলোনা ও এইবার-এর মধ্যকার ম্যাচটিতেও ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।


আরো সংবাদ



premium cement