২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আজহারউদ্দিনের ‘হট ফেবারিট’ ভারত

-

ভারতের আসন্ন বিশ্বকাপ জয়ের ব্যর্থতা প্রচণ্ড হতাশ করবে সাবেক অধিনায়ক আজহারউদ্দিনকে। তার মতে আসছে মেগা আসরের হট ফেবারিট কোহলি অ্যান্ড কোং। ইংল্যান্ডের কন্ডিশনে যেকোনো প্রতিপক্ষকে অল-আউট করার সক্ষমতা বর্তমান ভারতীয় বোলিং অ্যাটাকের রয়েছে বলেও দাবি করেন আজহারউদ্দিন। গতকাল হায়দরাবাদে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে দরজায় কড়া নাড়তে থাকা বিশ্বকাপ নিয়ে তিনি এসব অভিমত দেন।
আজহারউদ্দিন বলেন, ‘দারুণ সম্ভাবনা রয়েছে আমাদের সাফল্যের। দল হিসেবে অত্যন্ত সুসংগঠিত ভারত। আমাদের বোলাররাও বিশ্বমানের। অনেকের মতে উইকেট বোলারদের বাড়তি সাপোর্ট জোগাবে, যা ভারতের সাফল্যের অন্তরায়। তবে আমি দ্বিমত করছি। আমাদের বোলাররা যেকোনো প্রতিপক্ষকে অলআউট করার সক্ষমতা রাখে। বিশ্বমানের বোলার রয়েছেন ভারতীয় দলে। কোহলি অ্যান্ড কোংয়ের শিরোপা জয়ের ব্যর্থতা আমাকে প্রচণ্ড হতাশ করবে।’
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে সুপরিচিত আজহারউদ্দিন। ৯৯ টেস্টে তিনি ৬ হাজার ২১৫ রান করেছেন। ওয়ানডেতেও রয়েছে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ৩৩৪ খেলায় আজহারউদ্দিনের সংগ্রহ ৯ হাজার ৩৭৮ রান।
আসছে ৩০ মে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের। সীমিত ওভারের ফরম্যাটের শীর্ষ ১০টি দলের মধ্যকার শিরোপা লড়াই উত্তাপ ইতোমধ্যেই ভর করেছে ক্রিকেটাঙ্গনে। ৫ জুন সাউদ্যাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০১৯ সালের বিশ্বকাপ মিশন শুরু করছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত।
আসন্ন ইংলিশ বিশ্বকাপে এশিয়ার অন্যতম জায়ান্ট ভারতের বোলিং অ্যাটাকারে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরা। ওয়ানডে ফরম্যাটে তার সাম্প্রতিক সাফল্যের রেকর্ড অত্যন্ত সমৃদ্ধ। বুমরার সহযোগী হিসেবে আছেন মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারত আসছে বিশ্বকাপের ফেবারিট কি না, এমন এক প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ উত্তর দেন
আজহারউদ্দিন। তিনি বলেন, ‘কোহলির দল হট ফেবারিট। দ্বিতীয় ফেবারিট ইংল্যান্ড। এর পর অস্ট্রেলিয়া। তবে ক্রিকেট যেকোনো কিছুই ঘটতে পারে। পূর্বানুমান অসম্ভব। একটি নির্দিষ্ট খেলায় যে ভালো করবে তাদের জয় অবধারিত। বিশ্বকাপের মতো আসরে অঘটনের উপস্থিতিও একপ্রকার নিশ্চিত। তবে আশা করি আমাদের দল অঘটনের ফাঁদে পড়বে না।’


আরো সংবাদ



premium cement