১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শক্তির জানান দিলো লাওস

লাওস ৫ : ০ মঙ্গোলিয়া
-

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের মতো অন্যতম ফেবারিট দল ভাবা হচ্ছিল লাওসকে। গতকাল নিজেদের প্রথম ম্যাচে সেই শক্তির জানানই দিলো আসিয়ান অঞ্চলের দেশটি। স্কিল, সেন্স, ফিটনেস এবং দক্ষতা দিয়ে তারা ৫-০তে উড়িয়ে দিয়েছে মঙ্গোলিয়াকে। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে লাওসের সেমিফাইনালে যাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেল। এখন আগামীকাল তারা যদি তাজিকিস্তানকে হারায় তাহলে লাওস এবং মঙ্গোলিয়া চলে যাবে সেমিতে। বিদায় হবে তাজিকদের। ফলে প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩ গোলে হারানো মঙ্গোলিয়াকে এখন অপেক্ষা করতে হচ্ছে আগামীকালের ম্যাচ পর্যন্ত। তাজিকিস্তার যদি কাল ৪-০তে জিতে তাহলে ভিন্ন হিসেব।
কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিট বয়সেই লিড লাওসের। থ্রু পাস থেকে বল পেয়ে গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে পাঠান পিই। ১৩ মিনিটে গোলরক্ষক এবং ডিফেন্ডারের ভুল বোঝাবুঝিতে ডান পায়ের টোকায় বল জালে পাঠান আপাত সালা। ৩১ মিনিটে বক্সের ভেতর থেকে শটে নিজের দ্বিতীয় গোল আদায় আপাত সালার। তবে লাওসের ৫০ এবং ৮১ মিনিটের গোল দু’টি দর্শনীয়। ৫০ মিনিটে ডান পায়ের দর্শনীয় শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পাঠান পিই। ৮১ মিনিটে সায়সামই ডান পায়ের দারুণ এক ফ্রি কিকে পরাস্ত করেন মঙ্গোলিয়ান কিপার উনড্রালকে।
লাওসের খেলাতে স্পষ্ট বাংলাদেশ যদি ফাইনালে তাদের পায় প্রতিপক্ষ হিসেবে পায় তাহলে লাল সবুজদের কঠিন হবে ম্যাচে জেতাটা। লাওসের কোচ বং জানান, আমরা বাংলাদেশকে সেমিতে পেতে চাই না। মঙ্গোলিয়া আমাদের বিপক্ষে ক্লান্ত শরীর নিয়ে নেমেছে। সেখানে আমরা ছিলাম ফ্রেশ।


আরো সংবাদ



premium cement