১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

রোডমার্চ নিয়ে যা বললেন সাঈদ

-

২৯ এপ্রিল হকি ফেডারেশনের নির্বাচন। বিভিন্ন জেলায় গিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাথে মতবিনিময় করছেন প্রার্থীরা। এ নিয়ে প্রতিপক্ষ দোষ খুঁজে বেড়াচ্ছেন। নিজেদের ভুলগুলো না দেখে আরেকজনকে নাজেহাল করার দিকেই বেশি মনোযোগ।
রোডমার্চ বিষয়ে রশিদ-সাঈদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুমিনুল হক সাঈদ বলেন, ‘নির্বাচন ইশতেহার ঘোষণা করব ২৫ এপ্রিল। মূলত ভিশন হলো এর আগে সব জেলা ঘুরে তৃণমূলে পর্যায়ে হকির সমস্যাগুলো চিহ্নিত করা। আমরা মূলত জেলা ক্রীড়া সংস্থার কাছে যাচ্ছি। ব্যক্তিগতভাবে কোনো কাউন্সিলরের কাছে যাচ্ছি না। যে ক’টি জেলায় হকি খেলা হয় সে সব জেলার কর্তাদের নিয়ে আলোচনা করছি। ভবিষ্যৎ হকি পরিকল্পনায় কী ভূমিকা রাখতে পারি, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে কিভাবে নিয়ে যাব সে বিষয়ে কথা বলেছি।’
তিনি আরো বলেন, ‘জেলাগুলোকে যখন ফোন দিচ্ছি তখন তারা বলছে কি খেলবো ভাই, আমাদের তো স্টিকই নাই। তিন বছর আগে যে স্টিক পেয়েছি জাতীয় লিগে খেলেছি আর তো কোনো খেলাই হয়নি। তাদের এই দাবির ভিত্তিতে ডিএসএর শিশুদের জন্য এক ডজন করে স্টিক ও বল দিয়েছি। আমরা যখন ভবিষ্যতে তৃণমূলে কাজ করতে বলব তখন তো বলতে পারব স্টিক আছে বল আছে শুরু করতে পারো। ওই পরিকল্পনা হাতে নিয়েই এই রোডমার্চ।’
আচরণবিধি লঙ্ঘন নিয়ে সাঈদ বলেন, ‘ওনারা যে মন্ত্রী নিয়ে মিটিং করছে সেটিও তো আচরণবিধি লঙ্ঘন। ফোরামের সভাপতি ও চট্টগ্রামের মেয়র আজম নাসির দিনাজপুর গিয়ে মিটিং করছেন। নির্বাচন চলাকালীন কাউন্সিলর ছাড়া তো অন্য কাউকে নিয়ে এমন মিটিং করতে পারেন না। উনি তো মন্ত্রী মর্যাদায়। দিনাজপুর গিয়ে জাতীয় পতাকা ব্যবহার করেছেন। ডিসিদের নিয়ে বসেছেন। ভোটে তাদের পাস করাতে হবে নির্দেশ দিয়েছেন।’
কিছুটা দুঃখ করে সাঈদ বলেন, ‘ওই প্যানেলে (সাজেদ-সাদেক) মন্ত্রী মেয়রের সমাগম থাকা সত্ত্বেও মন্ত্রীর কাছে গিয়ে আমার নামে লিখিত অভিযোগ করেছে। নানারকম বদনাম করেছে। ফুটবলের নির্বাচনকে উল্লেখ করে জাতীয় ক্রীড়া পরিষদ কেন্দ্র বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কেন্দ্র নিতে চাচ্ছে। রিউমার ছড়াচ্ছে আবাহনী মানেই আওয়ামী লিগের প্রার্থী, মোহামেডান হলো বিএনপি কিংবা জামাতের প্রার্থী। কিভাবে যে এটিকে তারা প্রতিষ্ঠা করছে তা জানা নেই।’


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল