২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দুই জয় দূরে বার্সেলোনা

-

শিরোপার আরো কাছে বার্সেলোনা। লা লিগার শ্রেষ্ঠত্ব অক্ষুণœ রাখার ইঞ্চি-দূরে স্পেনের জায়ান্টরা। দলটির প্রয়োজন আর মাত্র ২টি জয়। শনিবার ক্যাম্প-ন্যু’তে অনুষ্ঠিত খেলায় বার্সেলোনা ২-১ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। একই দিনের অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়ের নায়ক অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা। দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি সুপারস্টারের হ্যাটট্রিকে স্বাগতিক রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে উড়িয়ে দেয় অ্যাথলেটিক বিলবাওকে।
সফরকারী রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি ভক্তদের। জিততে রীতিমতো ঘাম ঝরেছে স্বাগতিকদের। ৪৫ মিনিটে ফরাসি ডিফেন্ডার ক্লেমেন্তের গোলে লিড নেয় বার্সেলোনা। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। পুরস্কারও তারা বুঝে পেয়েছে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। ৬২ মিনিটে জুমানির গোলে সমতায় সোসিয়েদাদ; কিন্তু শেষ পর্যন্ত সান্ত্বনা হিসেবে থেকে গেছে তার সমতা প্রতিষ্ঠার গোল। মেসির খোলসবন্দী থাকার খেলায় বার্সেলোনার ত্রাতার ভূমিকা পালন করেন লেফটব্যাক জোর্দি আলবা। ৬৪ মিনিটে রক্ষণভাগের ফুটবলারের গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে বার্সেলোনার। ৩৩ খেলা শেষে ৭৭ পয়েন্ট সংগ্রহ শীর্ষস্থানে তারা। বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখা নিশ্চিত করতে প্রয়োজন মওসুমের অবশিষ্ট ৫ ম্যাচের ২টিতে জয়।
পর পর ২ ম্যাচে হতাশার ধাক্কা সামলে নিয়ে জয়োৎসবের পুরনো ধারাবাহিকতায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে দায়িত্ব নেয়া জিদানের দলকে হারিয়ে চমক দেখায় ভ্যালেন্সিয়া। তৃতীয় ম্যাচে প্রথম পরাজয়ের দুঃস্বপ্ন হজমের রেশ না কাটতেই লেয়ানেস সফরেও হতাশ করেছে রিয়াল মাদ্রিদ। দলটিকে ড্র’তে বাধ্য করে মূল্যবান ১ পয়েন্ট অর্জনের উচ্ছ্বাস লেয়ানেসের। পর পর দুই ম্যাচে হতাশাজনক নৈপুণ্যের ধাক্কা সামলে নেয়ার চ্যালেঞ্জে হতাশ করেনি রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত ম্যাচে দলটির দাপুটে জয়োৎসবে নেতৃত্ব দেন অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা।
গোলশূন্য প্রথমার্ধের পর মাঠে প্রত্যাবর্তনেই রিয়াল মাদ্রিদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে ফরাসি স্ট্রাইকার। ৪৭ মিনিটে তার গোলেই লিড স্বাগতিকদের। খেলার শেষ ১৪ মিনিটে ডাবল আদায়ে হ্যাটট্রিকের কৃতিত্ব বেনজেমার। ফরাসি তারকার দুর্দান্ত নৈপুণ্যের সুবাদে লা লিগার দুইয়ে থেকে মওসুম সমাপ্তির রেসেও ফিরেছে রিয়াল মাদ্রিদ। ৩৩ খেলা শেষে তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। সমানসংখ্যক খেলা শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ২ নম্বরে রয়েছে ৬৮ পয়েন্ট নিয়ে।


আরো সংবাদ



premium cement