২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শিরোপা কার রূপগঞ্জ না আবাহনীর? পয়েন্ট সমান হলেও রানরেটের অ্যাডভান্টেজে মাশরাফিরা

-

কে পাচ্ছে এবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের শিরোপা? আজ সুপার লিগেরও শেষ দিনে এ প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না। আজ অনুষ্ঠিত হবে তিন ম্যাচ। এ ম্যাচ শেষেই উত্তরটা মিলবে। বিশেষ করে শিরোপা লড়াই চলে গেছে দুই দলের মধ্যে। আবাহনী লিমিটেড ও লিজেন্ড অব রূপগঞ্জ। দুইয়ের পয়েন্টই সমান ১৫ করে ম্যাচে অংশ নিয়ে ২৪ করে পয়েন্ট তাদের। অথচ সুপারলিগ শুরুতে অ্যাডভান্টেজ রূপগঞ্জেরই ছিল। চার পয়েন্ট এগিয়ে ছিল তারা। শেষ ম্যাচ আবাহনীর বিপক্ষে ১০২ রানের বড় ব্যবধানে হেরে শুধু যে পয়েন্ট সমান হয়েছে তা-ই নয়, একই সাথে রানরেটও কমেছে রূপগঞ্জের। এ অ্যাডভান্টেজে এখন আবাহনীর। তা ছাড়া শেষ ম্যাচ আজ তাদের বিকেএসপিতে। যেখানে এমনতিই রান ওঠে বেশি। প্রতিপক্ষ শক্ত অবশ্য। শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যাদের সাথে শেষ সাক্ষাতেও হেরেছিল আবাহনী। তাই বলে আজও কি ম্যাচটিতে হেরে যাবে তারা? সত্যিই আবাহনী সর্বশেষ ম্যাচে নিজেদের শক্তিমত্তার পরিচয় রেখেছে। প্রথম ব্যাটিং করে রূপগঞ্জের বিপক্ষে ৩৭৭/৭ রান সংগ্রহ করেছিল তারা। যাতে সেঞ্চুরি ছিল সৌম্য সরকারের। ৭৯ বলে ১০৬। ২৭৫ এ শেষ হয়ে যায় রূপগঞ্জের ইনিংস।
আজ আবাহনী যেমন শিরোপার পরীক্ষা দেবে শেখ জামালের বিপক্ষে সাভারে, তেমনি রূপগঞ্জেরও একই পরীক্ষা। মিরপুর শেরেবাংলায় প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলা তাদের। আবাহনী যেমন শেষ সাক্ষাতে হেরেছিল শেখ জামালের বিপক্ষে। তেমনি রূপগঞ্জও হেরেছিল শেষ সাক্ষাতে তাদের আজকের প্রতিপক্ষ প্রাইম ব্যাংকের বিপক্ষে। ফলে জটিল এক সমীকরণের সামনে এসে দাঁড়িয়ে দু’ দল। তবে পয়েন্ট টেবিলে দু’ দল সমান হলেও নেট রানরেটে আবাহনীর অ্যাডভান্টেজ অনেক, যা টপকানোর সম্ভাবনা রূপগঞ্জের। ফলে আজ শেখ জামালের কাছে যদি আবাহনী পরাস্ত বা এক পয়েন্ট লস না করে তাহলে চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়েরই ব্যাপার। রূপগঞ্জও তাদের খেলা খেলে জিতে তাকিয়ে থাকবে আবাহনীর দিকে। আরো একটা বিষয় রয়েছে শেখ জামাল ছেড়ে দেয়ার পাত্র নয়। তৃতীয় স্থান হওয়ার পথটা হাতছাড়া করবে না তারা। ফলে নাসির হোসেন, ইলিয়াস সানিরা এ ম্যাচেও আবাহনীকে হারানোর জন্যও লড়বে। আসলে শিরোপানির্ধারণী এ দিনে মূল আকর্ষণ থাকবে আজ বিকেএসপিতেই। যত দূর জানা গেছে বিকেএসপি-৩ মাঠে হবে এ খেলাটি। দিনে আরো একটি খেলা আছে। সেটা হবে মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।

 


আরো সংবাদ



premium cement