১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সুপার লিগে দ্যুতি ছড়াচ্ছে শেখ জামাল

-

ডিপিএলের সুপার লিগে দ্যুতি ছড়াচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা তৃতীয় জয় পেল অভিজাত পাড়ার ক্লাবটি। গতকাল তারা হারিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫৯ রানে আটকে রাখে শেখ জামাল। জবাবে ৯৯ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে নোঙর করে কাজী নুরুল হাসান সোহানের দল।
বোলিংয়ে শেখ জামালের লেগ স্পিনার তানবীর হায়দারের এক স্পেলে এলোমেলো হয়ে যায় মোহামেডানের ব্যাটিং লাইন আপ। মাত্র ৪.৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট নেন তিনি। আগের দিন ৪ উইকেট পাওয়া পেসার খালেদ গতকাল পেলেন ২ উইকেট। এ ছাড়া সানী, নাসির, তাইজুল ও এনামুল (২) প্রত্যেকে পেয়েছেন ১টি করে উইকেট। মোহামেডানের ব্যাটিং ব্যর্থতার দিনে দেয়াল হয়ে দাঁড়ান দলে ফেরা তুষার ইমরান। ৮৫ বলে ৫৬ রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান। অফফর্মে থাকা লিটন ২৬ রান রান করেন। আশরাফুল করেন ২১ রান।
সহজ লক্ষ্য তাড়ায় শেখ জামালের শুরুটা ভালো হয়নি। ১৩ রান তুলতে সাজঘরে ফেরেন ইলিয়াস সানী (৮) ও তাইজুল ইসলাম (১)। তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন ইমতিয়াজ ও সোহান। ১২০ রানের জুটি গড়ে তারা দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। এ সময় দু’জনই পেয়ে যান হাফ সেঞ্চুরি। এরপর অবশ্য ইমতিয়াজের ইনিংস বড় হয়নি। ৫৪ রানে তাকে এলবিডব্লিউ করে ফেরান সাকলায়েন সজীব। জয়ের বাকি কাজ শেষ করেন সোহান ও দিলশান মুনাবেরা। সোহান ৮৫ বলে ৮৩ রানের ইনিংস উপহার দেন। ৯ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। মুনাবেরা অপরাজিত থাকেন ১৫ রানে। ম্যাচসেরা হন সোহান।


আরো সংবাদ



premium cement

সকল