২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অল-ইংলিশ ফাইনাল?

-

ইতালি সফরেও বাজিমাত আর্সেনালের রক্ষণভাগের। নিজেদের সীমানায় দলটির ডিফেন্ডারদের একচ্ছত্র আধিপত্য অটুট রাখার সাফল্যে ইউরোপীয় টুর্নামেন্টের শেষ আটেই সমাপ্তি ইতালির প্রতিনিধিত্ব। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে জুভেন্টাসের বিম্ময়কর বিদায় দুঃস্বপ্নের
রেশ না কাটতেই নাপোলি হজম করল যন্ত্রণাকাতর পরাজয়। বৃহস্পতিবার নেপলসের হোম ভেনুতে অনুষ্ঠিত ফিরতি পর্বের খেলায়ও হারের গ্ল্যানি থেকে রক্ষা হয়নি তাদের। ইউরোপা লিগের শেষ আটে দলটির অসহায় পরাজয় নিশ্চিত করেছে ইতালির প্রতিনিধিত্ববিহীন ইউরোপীয় ক্লাব ফুটবলে
চলতি মওসুমের অবশিষ্ট অংশের মঞ্চায়ন। মহাদেশীয় ফরম্যাটে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী দেশটির অবনমন দিনেই ইংলিশদের উচ্ছ্বাস ইউরোপা লিগ কাপের রেসেও আধিপত্য প্রতিষ্ঠার। প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট আর্সেনাল-চেলসির শেষ চার নিশ্চিতে দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে টুর্নামেন্টের অল-ইংলিশ ফাইনালের।
নাপোলি সফরের কঠিন অ্যাওয়ে চ্যালেঞ্জে দল হিসেবে পারফরম করার পুরস্কার পেয়েছে আর্সেনাল। প্রথম লেগের ২-০ গোলে জয়ী ইংলিশ জায়ান্টদের রক্ষণভাগে ফাটল ধরানোর রেসে সফলতা স্পর্শের উপযুক্ত ফুটবল প্রদর্শনেও ব্যর্থ নাপোলি। হোম ভেনুর দ্বিতীয় লেগে ১-০ গোলের পরাজয়ে তারা অসহায় দর্শক সেমিফাইনাল নিশ্চিতের উচ্ছ্বাস আর্সেনালের। কোয়ার্টারের দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অ্যাগ্রিগেটের দাপুটে জয় ইংল্যান্ডের ক্লাবটির।
দুই লেগেই গানারখ্যাত আর্সেনালের দাপুটে পারফরম্যান্সের কোয়ার্টার ফাইনালে সাফল্যের উচ্ছ্বাস ইংল্যান্ডের আরেক ক্লাব চেলসিরও। প্রথম লেগের নাটকীয় জয়ে সেমির নিয়ন্ত্রণ হাতের মুঠোয় নেয়া প্রিমিয়ার লিগ জায়ান্টদের বিন্দুমাত্র ছাড় দেয়নি চেকপ্রজাতন্ত্রের ক্লাব স্ল্যাভিয়া প্রাগ। পশ্চিম লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত শেষ আটের দ্বিতীয় লেগে প্রথম ২৭ মিনিটেই ৪ গোল হজমের দুঃস্বপ্ন হজম স্ল্যাভিয়ার। এর পরও দলটি হাল ছাড়েনি। তাদের দুর্দান্ত কামব্যাক থেকে কোনোমতে রক্ষা পেয়েছে চেলসি। দ্বিতীয়ার্ধের সূচনায় ৩ মিনিটের বিধ্বংসী এক স্পেলে সাভিকের ডাবল অভাবনীয় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় অল ব্লুজখ্যাত চেলসিকে। হোম ভেনুতে ৩ গোল হজমে পরই ঘুম ভেঙেছে দলটির রক্ষণভাগের। ফলে উত্তেজনায় ঠাসা ফিরতি লেগেও জয়োৎসব চেলসির। টানটান উত্তেজনায় ঠাসা খেলায় ব্লুজরা শেষ পর্যন্ত ৪-৩ গোলে হারিয়ে দেয় সফরকারী স্ল্যাভিয়াকে। দুই লেগ মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটের জয়ে সেমিতে প্রতিনিধিত্বের ছাড়পত্র অর্জন করেছে চেলসি। ইংল্যান্ডের প্রথম দল হিসেবে ইউরোপীয় টুর্নামেন্টের এক মওসুমে ১১ ম্যাচ জয়ের বিরল কৃতিত্বেরও জন্ম দিয়েছে অল ব্লুজ।
চলতি মওসুমের ইউরোপা লিগের সারপ্রাইজ প্যাকেজ জার্মান ক্লাব ইনট্রাচ ফ্র্যাঙ্কফুট শেষ আটেও
জন্ম দিয়েছে চমকের। পর্তুগাল সফরে ৪-২ গোলে বিধ্বস্ত দলটি শেষ চারে উঠেছে অ্যাওয়ে গোলের অ্যাডভ্যান্টেজের সুবাদে। হোম ভেনুর দ্বিতীয় লেগে তারা ২-০ গোলে হারিয়ে দেয় পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। ফাইনালে ওঠার রেসে ফ্রাঙ্কফুটের সামনে এখন চেলসি চ্যালেঞ্জ। অন্য শেষ চারে আর্সেনাল খেলবে স্পেনের প্রতিনিধি ভালেন্সিয়ার বিরুদ্ধে। দলটি সেমির ইঞ্চিদুরে পৌঁছে যায়
অল-স্প্যানিশ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে। ফিরতি লেগেও হারের যন্ত্রণায় ভিয়ারিয়াল। তাদের ২-০ গোলে হারিয়ে (৫-১ অ্যাগ্রিগেটের) দাপুটে জয়েই শেষ চারে উঠেছে ভ্যালেন্সিয়া।


আরো সংবাদ



premium cement
নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের চায়ের সাথে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার চুরি ঈশ্বরগঞ্জে সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার ফারজানাকে সংবর্ধনা

সকল