২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

প্রত্যাবর্তনে হতাশ রোনালদো হ্যাটট্রিক স্টারলিংয়ের

-

হতাশাজনক প্রত্যাবর্তনের দুঃস্বপ্ন ক্রিশ্চিয়ানো রোনালদোর। রাশান বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম ৯০ মিনিটের অভিজ্ঞতা মোটেও সুখকর হয়নি। জুভেন্টাস সুপারস্টারের সাদামাটা প্রত্যাবর্তন দিনে আসন্ন ২০২০ সালের ইউরোর বাছাই পর্বের অপ্রত্যাশিত সূচনার ফাঁদে আটকা পড়েছে চ্যাম্পিয়ন পর্তুগাল। লিসবনের বেনফিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত বি গ্রুপের হাইভোল্টেজ লড়াইয়ে স্বাগতিক পর্তুগিজদের জয়বঞ্চিত রাখায় মুখ্য ভূমিকা পালন করেছে ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রে পায়েতোভের দুর্দান্ত পারফরম্যান্স। শুক্রবার তার স্মরণীয় নৈপুণ্যের সুবাদেই সফরকারী দলটি গোলশূন্য রুখে দেয় মহাদেশীয় চ্যাম্পিয়নদের।
পর্তুগালের জার্সিতে রোনালদোর সাদামাটা প্রত্যাবর্তন দিনে ইউরো বাছাইয়ে উড়ন্ত সূচনার উচ্ছ্বাস থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের। ওয়েম্বলিতে এ গ্রুপের খেলায় স্বাগতিকদের গোল উৎসবের মধ্যমণি ম্যানসিটির অ্যাটাকার রাহিম স্টারলিং। জাতীয় দলের জার্সিতেও বিধ্বংসী চিত্রনাট্যে উদ্ভাসিত ক্লাব ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে থাকা ইংলিশ সুপারস্টার। তার অসাধারণ হ্যাটট্রিকেই ইংল্যান্ড ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সফরকারী চেক প্রজাতন্ত্রকে। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও শুভসূচনা করেছে আসন্ন ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের। প্রথমার্ধের ১২ মিনিটের বিধ্বংসী এক স্পেলের ৩ গোল মুখ্য ভূমিকা রেখেছে মলদোভা সফরে এইচ গ্রুপ থেকে ফরাসিদের প্রত্যাশিত সূচনায়। শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নেরা ৪-১ গোলে জিতেছে তুলনামূলকভাবে ঢের পিছিয়ে থাকা স্বাগতিক মলদোভার বিপক্ষে। একই গ্রুপের অন্য ম্যাচে চমক তুরস্কের। দলটি বাছাই পর্বের শুভসূচনা করেছে ২-০ গোলে স্বাগতিক আলবেনিয়াকে হারিয়ে।
বি গ্রুপের প্রথম খেলায় ইউক্রেনের মূল্যবান ১ পয়েন্ট অর্জনে নেতৃত্ব দেন গোলরক্ষক পায়েতোভ। প্রথমার্ধের সূচনায় তাকে পরাস্ত করলেও অফসাইডের ফাঁদে লিড বঞ্চিত স্বাগতিক পর্তুগাল। ম্যাচের অবশিষ্ট সময় দলটির গোল আদায়ের সব প্রচেষ্টা রুখে দেন ইউক্রেনের শটস্টপার। ডি-বক্সের মধ্য থেকে রোনালদোর নেয়া দু’টি তীব্র গতির শট ঠেকিয়ে বিপদমুক্ত করেন সফরকারীদের। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হতাশাজনক প্রত্যাবর্তনও নিশ্চিত করে দেয় পায়েতোভের বীরত্ব। রাশিয়া বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে উরুগুয়ের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো রোনালদো পর্তুগালের জার্সিতে মাঠে পা রাখেন ইউক্রেনের মোকাবেলায়। তার প্রত্যাবর্তন ম্যাচে দল হিসেবেও সর্বোচ্চ উজাড় করে দিতে পারেনি ইউরো চ্যাম্পিয়নেরা। বাছাইপর্বের পরবর্তী খেলায় তাদের প্রতিপক্ষ সার্বিয়া।
ইউরোর বাছাইয়ে ইংল্যান্ডের উড়ন্ত সূচনার নেতৃত্ব দেয়া স্টারলিংয়ের পারফরম্যান্স ইতিহাসেও অন্তর্ভুক্ত হয়েছে। ৯ বছর পর জাতীয় দলের জার্সিতে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলিতে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব গড়েছেন ম্যানসিটির সুপারস্টার।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল