২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভেনিজুয়েলা ‘লজ্জা’ আর্জেন্টিনার

-

বহু প্রতীক্ষিত আর্ন্তজাতিক ফুটবলের প্রত্যাবর্তনেই দুঃস্বপ্ন হজম লায়নেল মেসির। প্রায় ৮ মাস পর আকাশি-নীল জার্সিতে তার প্রথমবারের মতো প্রতিনিধিত্বের ম্যাচটির শিরোনামে আর্জেন্টিনার বিস্ময়কর ‘অবনমন’। শুক্রবার মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত বহুল আলোচিত প্রীতিম্যাচে লাতিন জায়ান্টদের লজ্জাজনক বিপর্যয়ের মুখে ঠেলে দেয়ার উল্লাস ভেনিজুয়েলার। বার্সেলোনা সুপারস্টার মেসির আর্ন্তজাতিক প্রত্যাবর্তনের খেলায় অবাক করা পরাজয় হজমের যন্ত্রণায় আর্জেন্টিনা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদেন ৩-১ গোলে হারিয়ে চমক লাতিন জোনের র্যাংকিংয়ের তলানির দল ভেনিজুয়েলার।
আসন্ন কোপা আমেরিকার চূড়ান্ত দল নির্বাচনের আগে মেসির প্রত্যাবর্তন ঘোষণা নতুন প্রত্যাশার জম্ম দেয় আর্জেন্টাইনদের মধ্যে। তবে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের মোটেও উজ্জীবিত নয় প্রায় ৮ মাস পর জাতীয় দলের জার্সিতে বার্সেলোনা সুপারস্টারের প্রথমম্যাচের সহজাত পারফরম্যান্সও। তিনিই যোগান দেন আর্জেন্টিনার সান্ত্বনাসূচক একমাত্র গোলটির বল। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে ব্যর্থ হন আকাশি-নীল জার্সিতে আরেকটি যন্ত্রণাকাতর অধ্যায়ের অভিজ্ঞতা হজম থেকে। রাশান বিশ্বকাপের পর মেসির আর্ন্তজাতিক ক্যারিয়ারের দুঃস্বপ্নের সূচনা অধিকতর ভালো খেলেই নিশ্চিত করেছে ভেনিজুয়েলা। বিরতির আগে ২-০ গোলের লিড দলটিকে বসিয়ে অবিস্মরণীয় বিজয় উল্লাসের হটসিটে। দ্বিতীয়ার্ধের সূচনায় ব্যবধান কমানোর পরও শেষ রক্ষা হয়নি আর্জেন্টাইনদের। নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫ মিনিট আগেই ভেনিজুয়েলার চমক নিশ্চিত হয়।
মার্টিনেজের ঠাণ্ডা মাথার পেনাল্টি গোলে। বাকি সময় প্রাণপণ চেষ্টা সত্ত্বেও খেলায় ফিরতে পারেনি লাতিন জায়ান্ট আর্জেন্টিনা। আক্রমণভাগে সিনিয়র ফুটবলারদের অনুপস্থিতি অন্যতম ফ্যাক্টর হিসেবে উদ্ভাসিত হয়েছে দলটির অঘটন হজমে।
রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে হেরে বিদায় অনিশ্চিয়তার মুখে ঠেলে দেয় আর্জেন্টাইন জার্সিতে মেসির ভবিষ্যৎ। প্রত্যাবর্তন নিয়ে তার পুরোপুরি নীরবতার সমাপ্তি আসন্ন কোপা আমেরিকার জন্য লাতিন জায়ান্টদের প্রস্তুতির সূচনায়। বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন ম্যাচের সূচনাতেই মেসিকে হতবাক ভেনিজুয়েলার। খেলার ষষ্ঠ মিনিটেই দলটিকে আচমকা এগিয়ে দেয়ার উল্লাসে মেতে উঠেন সলোমন রনডন। অসাধারণ দক্ষতার প্রদর্শনে লং পাসের বল নিয়ন্ত্রণে নিয়ে বুদ্ধিদ্বীপ্ত শটে তার গোলের কৃতিত্বের অসহায় দর্শক আর্জেন্টাইন রক্ষণভাগ। বিরতির ১ মিনিট আগে দলটির পক্ষে ব্যবধান দিগুণ করেন জন মুরিও।

 


আরো সংবাদ



premium cement