১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম বন্দরের বার্ষিক ক্রীড়া

-

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং দিনব্যাপী আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক প্রতিযোগিতা গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি আয়োজিত শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে (বন্দর স্টেডিয়াম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আয়োজকদের চমৎকার একটি প্রতিযোগিতা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান এবং যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুুষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
২৮টি ইভেন্টে প্রায় ২০০ প্রতিযোগীর অংশগ্রহণে এতে সবচেয়ে আকষণীয় কর্মকর্তা ও কর্মচারী পুরুষদের ১০০ মিটার দৌড়ে নিরাপত্তা বিভাগের তরুণ কুমার মালি এবং কর্মকর্তা ও কর্মচারী মহিলাদের ১০০ মিটার দৌড়েও নিরাপত্তা বিভাগের শারমিন আক্তার প্রথম স্থান দখল করে এ বছরের দ্রুততম মানব-মানবী হয়েছেন।


আরো সংবাদ



premium cement

সকল