২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

আইসিসি তো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়Ñ মিয়াঁদাদ

-

এত দিন রাজনৈতিক বৈরিতা থাকলেও ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কাশ্মির হামলার পর সেটাও ভাঙতে বসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তো পাকিস্তানকে আসন্ন বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে। যা দেখে রীতিমত ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। ভারতীয় বোর্ডের এমন আচরণকে ‘নির্বুদ্ধিতা’ এবং ‘ছেলেমানুষী’ বলছেন তিনি।
ক্রিকেটে বিসিসিআইয়ের দাপটের কথা সবারই জানা। আর্থিক দিক বিবেচনায় তাদের ওপর অনেকটাই নির্ভরশীল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাই ভারতের যেকোনো কথাকে বাড়তি গুরুত্ব দেয় তারা। এবার যখন পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ভারত, তখন সবার মনেই একটা শঙ্কা তৈরি হয়েছে যে, ভারতের এই দাবিও মেনে নিতে পারে আইসিসি। তবে জাভেদ মিয়াঁদাদ মনে করছেন, ‘আইসিসি তো আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় যে তাদের কথা শুনবে!’
বিসিসিআইয়ের কার্যকলাপকে ‘নির্বুদ্ধিতা’ ও ‘ছেলেমানুষী’ আখ্যা দিয়ে বড়ে মিঁয়া বলেন, ‘আইসিসি বিসিসিআইয়ের নির্বোধ ও ছেলেমানুষী প্রস্তুাব কখনই মেনে নেবে না। বিসিসিআইয়ের কথা শোনার কোনো সুযোগ আইসিসির নেই কারণ তাদের সংবিধানেই আছে আইসিসির ইভেন্টে সদস্যদের অংশগ্রহণের অধিকারের কথা।’
শুধু ভারতীয় বোর্ড নয়, সৌরভের মতো ভারতের সাবেক অধিনায়ক পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্কোচ্ছেদ করার আহ্বান জানান। সাবেক অফ স্পিনার হরভজন সিংও মনে করেন, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সাথে খেলা উচিত হবে না। জাভেদ মিয়াঁদাদ তো সৌরভকে একহাতই নিয়েছেন। পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয় সৌরভ সামনে নির্বাচনে দাঁড়াবেন। সম্ভবত তিনি মুখ্যমন্ত্রী হতে চান, তাই লোক দেখিয়ে নজরে আসার চেষ্টা করছেন। ভারতের এসব কাপুরুষোচিত আচরণ দেখার সময় নেই। আমাদের নিজেদের উন্নতির দিকে নজর দেয়া উচিত। পাকিস্তান সবসময়ই এসব বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চায়। কিন্তু ভারতীয়রা নেতিবাচকতায় বিশ্বাসী।’


আরো সংবাদ



premium cement
জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সকল