২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সিলেটে আজ বড় ম্যাচ

-

নামের বিচারে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুটি ম্যাচই বিগ ম্যাচের মর্যাদার। অবশ্য এবারের লিগে মোহামেডানের পারফরম্যান্স তাদেরকে আর ‘বড়’এর পর্যায়ে রাখেনি। ফলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ তাদের বিপক্ষে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের চেয়ে স্পট লাইটটা বেশি থাকবে সিলেট স্টেডিয়ামে। যেখানে আজ লড়ছে শীর্ষে থাকা ঢাকা আবাহনী এবং তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্র। ৭ ম্যাচ শেষে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৮। ৬ খেলায় শেখ রাসেলের অর্জন ১৪। ৭ খেলায় ১১ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে ষষ্ঠ স্থানে। অন্য দিকে রেলিগেশন শঙ্কায় থাকা মোহামেডানের অর্জন মাত্র ৪।
শেখ রাসেল গত তিন ম্যাচের দুটিতে ড্র করে বেশ পিছিয়ে গেছে। তাদের এই পয়েন্ট হারানো সাইফ স্পোর্টিং এবং শেখ জামালের কাছে। অন্য দিকে, বসুন্ধরা কিংসের কাছে দ্বিতীয় খেলায় ৩-০তে হারের পর আর পেছনে ফিরে তাকায়নি আবাহনী। টানা পাঁচ ম্যাচ জিতেছে। শেখ রাসেল অবশ্য এখনো অপরাজিত। সুতরাং, আজ তাদের জিততে হবে আকাশী নীল শিবিরের বিপক্ষে। তাহলে একদিকে তারা যেমন শিরোপার রেসে থাকতে পারবে তেমনি জমে উঠবে চ্যাম্পিয়নশিপের লড়াই। সর্বশেষ ম্যাচে বিজেএমসির সাথে বসুন্ধরা কিংস ড্র করায় সুবিধাজনক স্থানে আবাহনী। তারা গত ম্যাচে ৪-০তে উড়িয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। গত চার ম্যাচের দুটিতেই তাদের বড় জয়।
শেখ জামাল দুই হারে লিগ শুরু করলেও তৃতীয় ম্যাচে ড্রয়ের পর টানা তিন জয়। যা তাদের দারুণভাবে লড়াইয়ে নিয়ে আসে। তবে সর্বশেষ ম্যাচে শেখ রাসেলের সাথে গোলশূন্য ড্র করে আবার পিছিয়ে পড়ে। আজ তাদের পুনরায় জিততে হবে মোহামেডানের বিপক্ষে। তবেই বলা যাবে পাঁচ দলের মধ্যে চলছে শিরোপার লড়াই।
মোহামেডান বিজেএমসির বিপক্ষে পূর্ণ পয়েন্ট দিয়েই লিগ শুরু করেছিল। এরপর পেশাদার লিগের ইতিহাসে টানা চার হারের নিজস্ব রেকর্ড তাদের। তবে গত খেলায় তারা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। আজ কি তাদের পক্ষে শেখ জামাল বধ করা সম্ভব হবে। দলটির শঙ্কা দূর করে জয়ের ধারায় ফিরতে আজ জয় দরকার।
সপ্তম রাউন্ড শেষে ১০ এর উপরে ৬ দলের পয়েন্ট। সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে আছে আরামবাগ। তাদের পয়েন্ট ১২। গত লিগের তৃতীয় হওয়া দল চট্টগ্রাম আবাহনী আছে সপ্তম স্থানে। তাদের পয়েন্ট ৯। ৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
এখন পর্যন্ত রেলিগেশন শঙ্কায় মোহামেডান, রহমতগঞ্জ, বিজেএমসি, ব্রাদার্স এবং নোফেল। শেষ তিন দলের পয়েন্ট তিন করে। মোহামেডানের মতোই ৪ পয়েন্ট রহমতগঞ্জের।
লিগের প্রথম পর্বের এখনো কারো পাঁচটি, করো ৬টি খেলা বাকি। এরপর ফিরতি লিগ। তা এপ্রিল থেকে। মূলত ফিরতি পর্ব থেকেই শুরু হবে অবনমন আর চ্যাম্পিয়নশিপের মূল লড়াই।


আরো সংবাদ



premium cement