২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আপস রফায় আবাহনীতে সৌম্য! মোহামেডানে আশরাফুল-লিটন

-

জাতীয় দলের তিন ক্রিকেটার মুশফিক, সাকিব ও তামিম ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন না তা আগেই জানা ছিল। মাশরাফি বিন মুর্তজাকে ধরে রেখেছে শিরোপাধারী আবাহনী লিমিটেড। নিউজিল্যান্ড সফর শেষে মাহমুদুল্লাহ রিয়াদ দুই সপ্তাহ বিশ্রামে থাকার পর খেলবেন। লিগের প্রথম পর্ব পুরোটাই মিস করবেন তিনি। প্রথম তিন রাউন্ডে আগ্রহ এ ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি অংশ নেয়া ১২টি দল। চতুর্থ রাউন্ডে পঞ্চম ডাকে রিয়াদকে ৩৫ লাখ টাকা পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তখন পর্যন্ত আলোচনায় ছিলেন এ অলরাউন্ডার।
২০১৬ প্রিমিয়ার লিগেও শেখ জামালে খেলেছিলেন মাহমুদুল্লাহ। জাতীয় দলের এ স্পিন অলরাউন্ডারের পাশাপাশি দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এ পেসারও রিয়াদের মতো ৬ এপ্রিল থেকে অ্যাভেইলেভেল হবেন। ২৫ লাখ পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
প্লেয়ার্স ড্রাফটে দলবদলের পরও কোনো দল চাইলে আপস রফায় অন্য দলে নাম লেখানো দুজন প্লেয়ার নিতে পারবেন। এ নিয়ম চলে আসছে কয়েক বছর থেকে। ওই নিয়মে আগের বার প্লেয়ার্স ড্রাফটে শাইনপুকুর পেয়েছিল মাশরাফি বিন মুর্তজা ও এনামুল হক বিজয়কে। পরে আপস রফায় তারা যোগ দেন আবাহনীতে। এবারো সেই ধারা বজায় থাকছে। আবাহনীর সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্রমতে, এবার প্লেয়ার্স ড্রাফটে শাইনপুকুরে নাম লেখানো জাতীয় দলের হার্ডহিটিং টপ অর্ডার সৌম্য সরকার শেষ পর্যন্ত আপস রফায় যোগ দিবেন আবাহনীতে। একই স্বত্বাধিকারীর (আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমানের সহযোগী ব্যবসায় প্রতিষ্ঠান শাইনপুকুর) দল শাইনপুকুর থেকে আবাহনী সৌম্যকে নিয়ে নিবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলে দেশে ফিরে লিগের শুরু থেকেই মাঠে নামবেন সৌম্য। প্লেয়ার্স ড্রাফটে শাইনপুকুরের হওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজের দিকেও নজর আছে আবাহনীর। তবে সূত্রটি সৌম্যর টার্গেটের কথাই উল্লেখ করেন।
পেসারদের মধ্যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি ছাড়াও জাতীয় দলের অপর দুই পেসার রুবেল হোসেন ও সাইফউদ্দীনও এবার আবাহনীতে। তাই আর বাড়তি পেসারের দিকে ঝুঁকছে না দলটি। তারপরও শেষ মুহূর্তে কী হয়, তা এখনই বলা যাচ্ছে না।
লিটন কুমার দাসকে পঞ্চম রাউন্ডে দলে ভিড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিটন ২২ মার্চ এবং সাইফউদ্দিন ৬ এপ্রিল থেকে অ্যাভেইলেভেল থাকবেন। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব পঞ্চম রাউন্ডে দলে নিয়েছে মোহাম্মদ আশরাফুলকে।
পছন্দের খেলোয়াড় দলে ভেড়াতে লটারিতে প্রথম থসুযোগ পায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতবার শিরোপাধারী আবাহনী লিমিটেডে খেলা এনামুল হক বিজয়কে শুরুতেই দলে নেয় প্রাইম ব্যাংক। দুইয়ে ডাক পাওয়ার সুযোগ পেয়ে জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্যকে নেয় শাইনপুকুর। আবাহনী লিমিটেড লটারিতে তিন নম্বরে ডাক পাওয়ার সুযোগ পেয়ে পেসার রুবেলকে নেয়। শেখ জামাল নিজেদের প্রথম ডাকে নাসির হোসেনকে দলে নেয়। গাজী গ্রুপ ক্রিকেটার্স দলে নিয়েছে বিপিএলে দ্যুতি ছড়ানো রনি তালুকদারকে।
ঢাকা লিগে আট বছর পর আসা বিকেএসপি ছয় নম্বরে ডাক পাওয়ার সুযোগ পায়। প্রথম ডাকে তারা দলে নেয় মাহমুদুল হাসান জয়কে। এরপর ব্রাদার্স ইউনিয়ন ফজলে মাহমুদ রাব্বী ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি রবিউল হককে দলে নেয়। ঐতিহ্যবাহী মোহামেডান লটারিতে নয় নম্বরে ডাক পাওয়ার সুযোগে আব্দুল মজিদকে দলে ভেড়ায়। আরেক নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাব দলে নেয় তানজিদ হাসান তামিমকে। প্রথম রাউন্ডে সবার পরে ডাকের সুযোগ আসে লিজেন্ডস অব রূপগঞ্জের। জাতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার মুমিনুল হককে দলে নেয় রূপগঞ্জ।
রিটেইন করা ক্রিকেটারদের তালিকা :
আবাহনী : মাশরাফি (এ প্লাস), মোসাদ্দেক (এ), নাজমুল (এ)
শেখ জামাল : জিয়াউর (এ), নুরুল হাসান (এ), তানভীর হায়দার (বি প্লাস)
রূপগঞ্জ : নাঈম ইসলাম (এ), আসিফ (বি), নাঈম শেখ (বি)
প্রাইম দোলেশ্বর : ফরহাদ (এ), মার্শাল (এ), আরাফাত (বি প্লাস)
খেলাঘর : রবিউল (বি), মাহিদুল (সি), তানভীর ইসলাম (সি)
গাজী গ্রুপ : ইমরুল কায়েস (এ প্লাস), মেহেদী (বি প্লাস), আবু হায়দার (বি প্লাস)
মোহামেডান : রকিবুল হাসান (বি প্লাস), কাজী অনিক (সি প্লাস), ইরফান শুক্কুর (বি)
প্রাইম ব্যাংক : আরিফুল হক (এ), জাকির হাসান (বি), আল আমিন (এ)
শাইনপুকুর : শুভাগত হোম (এ), আফিফ (বি), তৌহিদ হৃদয় (সি প্লাস)
ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিক (বি প্লাস), মিজানুর (বি প্লাস), ইয়াসির (বি প্লাস)


আরো সংবাদ



premium cement