২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চার ম্যাচ পর মোহামেডানের পয়েন্ট চট্টগ্রাম আবাহনী ০ : ০ মোহামেডান

-

অন্য দিনের মতো ম্যাচ শেষে ফুটবলারদের মধ্যে ক্ষোভ মিশ্রিত আত্মসমালোচনা নেই। নেই কাউকে দায়ী করে মন্তব্যও। বরং তাদের মুখে সন্তুষ্টির হাসি। ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও তাড়াতাড়ি বের হয়ে গেলেন না স্টেডিয়াম থেকে। বরং সময় দিলেন মিডিয়াকে। এ সবই গতকাল চট্টগ্রাম আবাহনীর সাথে ম্যাচের পরের দৃশ্য মোহামেডানের ডাগ আউটে। টানা চার হারে রেলিগেশন শঙ্কায় সাদাকালো শিবির। এই দুরবস্থা থেকে উত্তরণের জন্য কাল তারা পেল সামান্য অবলম্বন। চার ম্যাচ পর পয়েন্টের দেখা তাদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা গোলশূন্যতে ড্র করে বন্দর নগরীর দলের সাথে। অন্য দিকে ৭ খেলায় তৃতীয় ড্র চট্টগ্রাম আবাহনীর।
কাল দেশের শীর্ষ পেশাদার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) এই খেলায় দুই দলই মাঠে নামে হেড কোচ ছাড়া। মোহামেডানের হেড কোচ ইংল্যান্ডের ক্রিস্টোফার ইভান্স দেশে গিয়ে আর ফেরেননি। এরপর দায়িত্ব পাওয়া আলী আসগর নাসিরও চলে গেছেন। ফলে কাল মোহামেডানের কোচের দায়িত্ব বর্তায় এত দিন সহকারীর ভূমিকায় থাকা শহীদুল ইসলাম জুয়েলের ওপর। আর চট্টগ্রাম আবাহনীতো শুরু থেকেই হেড কোচের নাম ব্যবহার করছে উজ্জ্বল চক্রবর্তী শিবুর। ম্যাচের দিন মাঠে তাকে পাওয়া যায় না। জুলফিকার মাহমুদ মিন্টুই কোচদের হেড। এই হেড কোচ ছাড়া খেলতে নেমে বরং খুশি মোহামেডানের ফুটবলাররা। কারো কারো মুখে নাসিরের কোচিং স্টাইলের সমালোচনা। ম্যাচ শেষে খেলোয়াড়দের বলতে শোনা গেছে, ‘এ জন্যই আজ পয়েন্টের দেখা পেলাম।’ স্ট্রাইকার তকলিচের মতে, ‘এত দিন ছন্নছাড়া ছিল ডিফেন্স লাইন। ভুল করছিল প্রতি ম্যাচে। কিন্তু এই ম্যাচে ডিফেন্স ভুল করেনি বলে ড্র করতে পেরেছি।’ অভিজ্ঞ ডিফেন্ডার আতিকুর রহমান মিশু জানান, আজ টিম ভালো খেলেছে। ভুলও কম করেছে। গত ম্যাচগুলোতে স্ট্র্যাটিজিতে ভুল ছিল। মিডফিল্ড ফাঁকা হয়ে যেত। ডিফেন্সও খারাপ করত। এই ম্যাচে তা হয়নি।’
কাল চট্টগ্রাম আবাহনীর চেয়ে অপেক্ষাকৃত ভালো খেলেছে মোহামেডান। কিছু হাফ চান্সও পেয়েছিল। ফরোয়ার্ডরা তা থেকে গোল আদায় করতে পারেননি। অন্য দিকে চট্টগ্রাম আবাহনী স্ট্রাইকার মমদু বাকে কেন্দ্র করে কাউন্টারে আক্রমণ করার চেষ্টা করেছিল। তাতে কাজ হয়নি। ৮ ও ১১ মিনিটে মমদু এবং নাইমুর রহমান শাহেদের দু’টি প্রচেষ্টা ব্যর্থ হয়। ‘শাহেদের হেডে গোল করা উচিত ছিল।’ ম্যাচ শেষে এমন মন্তব্য কোচ মিন্টুর। তার মতে, প্রথমার্ধে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে না পারার ফলেই এই ড্র। টানা চার ম্যাচে পরাজিত হওয়া দলের সাথে ড্র করাটা ব্যর্ধতা কি না এর জবাবে মিন্টু বলেন, এই ধরনের দলই বেশি বিপজ্জনক। তাদের হারানোর কিছুই থাকে না। তবে আমাদের ফুটবলারেরা তাদের সাধ্য মতো চেষ্টা করেছে। কোচ মিন্টু বললেন, আমাদের লক্ষ্য সেরা ৬-এ থাকা।
৩৯ ও ৭০ মিনিটে মোহামেডান গোল পাননি তাদের হাবিবুর রহমান সোহাগ এবং গাম্বিয়ান ল্যান্ডিং দারবোয়েরে শট বিপক্ষ ডিফেন্ডার আটকে দেয়ায়। ৭৮ মিনিটে চট্টগ্রাম আবাহনীর সোহেল মিয়ার শটেও বাধা প্রতিপক্ষের রক্ষণকর্মী। আগের ম্যাচে গোল করা মোহামেডান ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পী ৮৪ মিনিটে ভলি নিয়েছিলেন চট্টগ্রাম আবাহনীর পোস্টে। তা গোলরক্ষক নেহাল ফিস্ট করতে গেলে বল তার হাতের বাধা পেরিয়ে ক্রস বারে আঘাত হানে। এই নেহাল আরো দুইবার কম বিপজ্জনক শট কর্নার করেছেন।
ম্যাচ শেষে মোহামেডান ম্যানেজার জানান, এই ড্র আমাদের আরো উজ্জীবিত করবে পরের ম্যাচগুলোকে ভালো করতে। উল্লেখ করেন, ‘৭ ফুটবলার ছাড়া খেলতে হয়েছে আমাদের।’
৬ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৪। চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৭ খেলায় ৯।


আরো সংবাদ



premium cement
সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার বৃষ্টি কামনায় ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর ইসতিসকার নামাজ আদায় কুবিতে আল্টিমেটামের পর ভিসির কার্যালয়ে তালা ঝুলাল শিক্ষক সমিতি সাজেকে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহতের খবরে ঈশ্বরগঞ্জে শোক

সকল