২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মাশরাফির জন্য এবার ডিপিএল গুরুত্বপূর্ণ

-

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সফরের ডামাডোলের মাঝেই চলছে দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। চলছে ক্রিকেটের আসন্ন মওসুম শুরুর শেষ মুহূর্তের প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ডিপিএলের নতুন মওসুম।
বিপিএল ও নিউজিল্যান্ড সফরের ক্লান্তির কারণে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনেকেই খেলবেন না এবারের প্রিমিয়ার লিগে। কিন্তু ব্যতিক্রম জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুরুর কয়েক ম্যাচ বিশ্রাম নিয়ে টুর্নামেন্টের মাঝপথ থেকে নিয়মিত খেলার কথা রয়েছে তার। মাশরাফি প্রিমিয়ারে খেলার নিশ্চয়তা দেয়ার পর তাকে ধরে রেখেছে আগেরবারের ক্লাব ঢাকা আবাহনী।
গত আসরে মাশরাফির আগুন বোলিংয়ে শিরোপা জিতেছিল আবাহনী। দেশসেরা পেসার নিয়েছিলেন আসরের সর্বোচ্চ ৩৯টি উইকেট। তাই আবার তাকে দলে পেয়ে খুশি আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এই আসরে মাশরাফির বিশ্বকাপ প্রস্তুতিও হবে যথাযথ। এমনটাই মনে করেন অন্যতম সেরা কোচ সুজন। গতকাল দুপুরে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অবশ্যই আমার মনে হয় প্রিমিয়ার লিগে প্রতিযোগিতায় ঠাসা ক্রিকেট হয়। আর মাশরাফিও সবসময় প্রতিদ্বন্দ্বিতা চায়। ওর জন্য তো এবারের লিগ অবশ্যই প্রয়োজনীয়। তবে ওকে যতটুকু ব্রেক দিয়ে খেলানো যায় সেটাও মাথায় রাখতে হবে। আমাদের বিশ্বকাপও অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘তবে মাশরাফি যতটুকু খেলে নিজের শতভাগ উজাড় করেই খেলে। ওর ১০ তারিখ পর্যন্ত একটা বিরতি আছে, আমরাও সেটা জানি। সে যদি আবাহনীর দুই-তিনটা ম্যাচ মিস করে তাতেও ক্ষতি নেই। মাশরাফি আবাহনীর জন্য অনেক বড় ব্যাপার। সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো দারুণ একটা ছেলে। তার নেতৃত্ব আবাহনী গতবারের চ্যাম্পিয়ন। এবারের মাশরাফির জন্য যতটুকু গুরুত্বপূর্ণ, একই সাথে আবাহনীর জন্যও সমান গুরুত্বপূর্ণ।’
এ দিকে মেহেদি হাসান মিরাজকে এখনো কেউ রিটেইন করেনি। তার নাম ড্রাফটে উঠবে। এ স্পিনিং অলরাউন্ডারকে প্লেয়ার্স ড্রাফট থেকে নেয়া যাবে। কারণ মিরাজ যেহেতু টেস্ট দলে আছেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে আগামী ২২ মার্চের আগে তাকে পাওয়া যাবে না বলে তার পুরনো দল আবাহনী তাকে রিটেইন করেনি।
একই ভাবে মাহমুদুল্লাহ রিয়াদের গতবারের দল প্রাইম ব্যাংকও তার নাম রিটেইন তালিকায় রাখেনি। টেস্ট দলে আছেন এবং অবধারিতভাবে নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার পর লিগ খেলা নিশ্চিত কি না? সুপার লিগের আগে খেলতে পারবেন কি না এই ভেবে মোহামেডানও বাঁহাতি স্পিনার তাইজুলকে রিটেইন করেনি।
যে সব ক্রিকেটার নিউজিল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবেন, তাদের কাউকেই কোনো দল রিটেইন করেনি। মূলত মার্চের প্রথম ধাপে লিগ শুরু হলে জাতীয় দল ফেরার আগে তিন সপ্তাহের বেশি সময়ে প্রথম লিগের ১১ ম্যাচের অন্তত সাতটি খেলা হয়ে যাবে। তারপর ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেয়া আছে সবাইকে। তার মানে এপ্রিলের ৫-৭ তারিখের আগে মাঠে নামতে নামতে পারবেন না। তত দিনে সুপার লিগেরও কয়েকটি ম্যাচ হয়ে যাবে। তাই নিউজল্যান্ড সফরে থাকা ওয়ানডে ও টেস্ট ক্রিকেটারদের মধ্যে মাশরাফি ছাড়া তারকা ক্রিকেটারের রিটেইন তালিকায় নাম নেই।

 


আরো সংবাদ



premium cement