২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মেসির পেনাল্টিতে জিতল বার্সেলোনা

-

একটিতে গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেছেন মেসি। কিন্তু মেসির ওই এক গোলেই রিয়াল ভ্যালাদোলিদের বিপক্ষে কোনরকমে জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। দিনের অপর ম্যাচে এন্টোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে অ্যাথলেটিকো মাদ্রিদ রায়ো ভায়োকানোকে পরাজিত করেছে। এই গোলের মাধ্যমে গ্রিজম্যান অ্যাথলেটিকোর হয়ে ফার্নান্দো তোরেসকে টপকে পঞ্চম সর্বোচ্চ ১৩০ গোলের গর্বিত মালিক হয়েছেন।
সাম্প্রতিক সময়ে ঊরুর পেশি সমস্যার কারণে মেসির ফিটনেস নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল তা আরো একবার শনিবারের ম্যাচে সামনে চলে আসে। কিন্তু ক্যাম্প ন্যুতে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন মেসি। মওসুমে বার্সার টানা ১১তম জয়ে মেসি ৩০তম গোল পূর্ণ করেছেন। বিরতির ঠিক আগে ঠাণ্ডা মাথায় স্পট কিক থেকে মেসি দলকে এগিয়ে দেন। জেরার্ড পিকেকে ফাউলের অপরাধে ভ্যালাদোলিদ মিডফিল্ডার মিচেলের বিপক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি হুয়ান মার্টিনেজ। ভ্যালাদোলিদ গোলরক্ষক জর্ডি মাসিপ বিরতির পরপরই মেসির শক্তিশালী ভলি দারুণভাবে রক্ষা করেন। ৬০ মিনিটে কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের পরিবর্তে মাঠে নামার সাথে সাথে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ। ফিলিপ কুটিনহোর বিপক্ষে প্রাপ্ত পেনাল্টি থেকে অবশ্য মেসি গোল করতে ব্যর্থ হলে ব্যবধান বাড়াতে পারেনি কাতালান জায়ান্টরা। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মাসিপ মেসির হেডের পরপরই সুয়ারেজকে আবারো হতাশ করেন। শেষ পর্যন্ত ওই এক গোলেই বার্সেলোনার জয় নিশ্চিত হয়। এই জয়ে অ্যাথলেটিকোর থেকে সাত পয়েন্টের ব্যবধান ধরে রেখে টেবিলের শীর্ষ স্থানটি বজায় রেখেছে বার্সেলোনা। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ লিঁও।
লা লিগায় ৩০০তম ম্যাচ খেলতে নামা বার্সা ডিফেন্ডার পিকে বলেছেন, ‘আমরা আজ ভালোই খেলেছি। তবে সত্যি কথা হচ্ছে ম্যাচটা ভালো ছিল না। একমাত্র ভালো দিক হলো জয় নিয়ে মাঠ ছেড়েছি। লিগে পরপর দু’টি ড্রয়ের পর তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্যই আমাদের ভালো খেলতে হবে, নতুবা কঠিন সময় অপেক্ষা করছে।’
প্রতিবেশী রায়ো ভায়োকানোর বিপক্ষে জয় তুলে নিতে অ্যাথলেটিকোকে বেশ কষ্ট করতে হয়েছে। গ্রিজম্যানের দ্বিতীয়ার্ধের গোলে অ্যাথলেটিকোর জয় নিশ্চিত হয়। ক্রিস্টিয়ানো রোনালদো ও জুভেন্টাসের বিপক্ষে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শো ডাউনের আগে এই জয়টা বেশ জরুরি ছিল।
ফ্রেঞ্চ ফরোয়ার্ড গ্রিজম্যান সাবেক তারকা তোরেসকে টপকে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় ওপরে উঠে গেছেন। বর্তমানে জাপানিজ ক্লাব সাগান টসুতে খেলছেন তোরেস। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে ৩-১ গোলের পরাজয়ের ম্যাচটিসহ লিগে টানা দুই ম্যাচে পরাজয়ের পর জয়ের মুখ দেখল অ্যাথলেটিকো। শেষ ১১টি ম্যাচে এই নিয়ে দশম গোল করলেন গ্রিজম্যান। ৭৪ মিনিটে আলভারো মোরাতার সহায়তায় ছয় গজ দূর থেকে গ্রিজম্যান দলকে এগিয়ে দেন। অ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিওনে ম্যাচ শেষে বলেন, ‘গ্রিজম্যান একজন অসাধারণ খেলোয়াড়। দল যা চায় সে সবসময়ই তা পূরণ করার চেষ্টা করে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। এই ধরনের স্টেডিয়ামে খেলা সবসময়ই কঠিন। আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫ মিনিটে আমরা সুযোগও পেয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে তারা লড়াইয়ে ফিরে আসে।’
২০০৮ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপা জয়ের কোচ প্রয়াত লুইস আরাগোনেস অ্যাথলেটিকোর হয়ে ১৭২ গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের হাসপাতাল ঘেরাও বঙ্গোপসাগরে ১২ নাবিকসহ কার্গো জাহাজডুবি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে ‘নেট সিকিউরিটি প্রোভাইডার’ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র রাজশাহীতে তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি রাজশাহীতে টানা তাপদাহ থেকে বাঁচতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল