২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ক্রীড়া কমপ্লেক্স হবে পূর্বাচলে

-

ক’দিন আগেই বিসিবি ঘোষণা করেছে পূর্বাচলে তাদের অর্থায়নে সরকারি বরাদ্দ পাওয়া জায়গার ওপরে নির্মাণ করবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসি) ওই পূর্বাচলেই তৈরি করতে চায় ক্রীড়া কমপ্লেক্স। দেশের সবচেয়ে বড় ও অত্যাধুনিক জাতীয় ক্রীড়া কমপ্লেক্স সেখানেই তৈরি করতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত ইচ্ছের কথা প্রকাশ করে বলেন, ‘আমরা পূর্বাচলে জাতীয় ক্রীড়া কমপ্লেক্স তৈরি করব। এটি কেন্দ্রীয়ভাবে করা হবে। ওখানে কমপ্লেক্স হলে ক্রীড়াঙ্গন বিভিন্নভাবে উপকৃত হতে থাকবে।’
আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ক্রীড়া কমপ্লেক্সে থাকবে ফুটবল, ক্রিকেট মাঠসহ শীর্ষ ২০টি ইভেন্টের মতো সুযোগ-সুবিধা। অ্যাথলেটিক ট্র্যাক, সাঁতারের জন্য ২৫ মিটারের পুল, সাইক্লিংয়ের ভেলোড্রাম, টেনিস কোর্ট, ভলিবল, কাবাডি, হ্যান্ডবলসহ বাছাই করা খেলার সুযোগ-সুবিধা থাকবে এই ক্রীড়া কমপ্লেক্সে। তা ছাড়া মাল্টি পারপাস ইনডোর, বিভিন্ন খেলার ক্যাম্প করার জন্য আবাসন সুবিধা, অ্যাকাডেমিক ভবনও থাকবে অত্যাধুনিক এই কমপ্লেক্সে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছ থেকে পূর্বাচলে বরাদ্দ পাওয়া ৩৭.৫০ একর জমি হাতছাড়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)। সরকারের কাছ থেকে পুরো জায়গাটাই নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নিজস্ব অর্থায়নে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে বিসিবি। হাতের মুঠোর জমি হাতছাড়া হওয়ায় পূর্বাচলেই নতুন জমি পেতে চাইছে এনএসি।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ইশতেহারে খেলাধুলার বিষয়ে প্রতিশ্রুতি দেয়ার পরই সজাগ হয়েছে ক্রীড়াঙ্গন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ইতোমধ্যে এ নিয়ে দু’টি সভাও হয়েছে। যেখানে প্রতিটি জেলায় একটি করে যুব ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবেই ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করবে এনএসসি। আর কেন্দ্রীয়ভাবে রাজধানীতে হবে সবচেয়ে বড় ও অত্যাধুনিক জাতীয় ক্রীড়া কমপ্লেক্স। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের কথায়, ‘জেলাগুলোতে ক্রীড়া কমপ্লেক্স তৈরির জন্য শিগগির ডিসিদের চিঠি দিয়ে জমি নির্ধারণ করতে বলা হবে।’
কেন্দ্রীয়ভাবে জাতীয় ক্রীড়া কমপ্লেক্স করতে জাতীয় ক্রীড়া পরিষদের দরকার ৩০-৩৫ একর জমি। মন্ত্রণালয়ের মাধ্যমে তারা পূর্বাচলে জমি পেতে রাজউককে চিঠি দেবে। এনএসসির পরিকল্পনা বিভাগ থেকে একটি মাস্টার প্ল্যান করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেয়ার ভিত্তিতে জমি পাওয়ার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।


আরো সংবাদ



premium cement
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হয়েছেন যারা স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত ইন্টার্ন চিকিৎসকদের নিজ দেশে ৫ বছর পর ফিরল দিপক চট্টগ্রামে ৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য আটক শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সংগঠন মজবুত করতে হবে : শামসুল ইসলাম ইউরো ২০২৪’কে সামনে রেখে দল নির্বাচনে বিপাকে সাউথগেট ভারতীয় পণ্য বর্জনকে যে কারণে ন্যায়সঙ্গত বললেন রিজভী মাকে ভরণ-পোষণ না দেয়ায় শিক্ষক ছেলে গ্রেফতার প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিরাপত্তা-বিষয়ক আলোচনা করতে উত্তর কোরিয়ায় রুশ গোয়েন্দা প্রধান

সকল