২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দল

সাব্বির ও তাসকিনকে ফেরানো হয়েছে
-

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ওয়ানডে দল মূলত প্রথম তিন ম্যাচে অংশ নেবে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে। ওই তিন ম্যাচের ডুনেডিনে যথাক্রমে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি। এরপর সাকিব আল হাসানের নেতৃত্বে তিন ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে ফ্রেব্রুয়ারি ২৮-৪ মার্চ হ্যামিল্টনে, ৮-১২ মার্চ ওয়েলিংটন ও শেষ টেস্ট ম্যাচটি ১৬-২০ মার্চ ক্রাইস্টচার্চ।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন সাব্বির রহমান রুম্মন। বাজে পারফরম্যান্স ও শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিস্বরূপ ছয় মাস নিষিদ্ধ ছিলেন তিনি। এবার দলভুক্ত করা হয়েছে মিডল অর্ডার এ ব্যাটসম্যানকে। দুই ভার্সানে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকেও। প্রায় এক বছরেরও বেশি সময় পর দলে ফেরার সুযোগ পেলেন তাসকিন। এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে নতুন মুখ হিসেবে রয়েছে অফ স্পিনার নাঈম হাসান।
ওয়ানডে দলের অন্যরা হলেনÑ সাকিব আল হাসান (ভাইস ক্যাপ্টেন), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মাদ সাইফুদ্দিন ও নাঈম হাসান।
টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।


আরো সংবাদ



premium cement
টি-টোয়েন্টি বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী! 

সকল