২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বদলি মেসিতেই রক্ষা বার্সেলোনার

-

মেসিতেই অঘটন থেকে রক্ষা বার্সেলোনার। লা লিগার রেসে আধিপত্য অক্ষুণœ রাখায় দলটির ত্রাতার ভূমিকায় আর্জেন্টাইন সুপারস্টার। বদলি হিসেবে মাঠে নেমে স্পেনের চ্যাম্পিয়ন জয়োৎসবে নেতৃত্ব দিলেন লায়নেল মেসি। মাঠে তার ২৬ মিনিটের কারিশম্যাটিক উপস্থিতি নিশ্চিত করেছে লড়াকু লেয়ানেসের শূন্য হাতে খেলা সমাপ্তির দুঃস্বপ্ন। বিফলে গেছে ক্যাম্প-ন্যু সফরে প্রথমে পিছিয়ে পড়ার পরও সমতা প্রতিষ্ঠার উজ্জীবিত পারফরম্যান্স। দলটির হতাশাজনক পরাজয় হজমে ‘এক্স ফ্যাক্টর’ ভূমিকায় লায়নেল মেসির বল পায়ের ম্যাজিক।
রোববার লা লিগার খেলায় পূর্ণ তিন পয়েন্ট অর্জনের অনিশ্চয়তার ফাঁদে আটকা বার্সেলোনাকে উদ্ধারের দায়িত্ব মেসিকেই পালন করতে হয়েছে। সত্তর মিনিট পর্যন্ত ১-১ গোলের স্কোরলাইনে সমতার ম্যাচের ভাগ্য বদলে নিয়ে শিরোনামে আর্জেন্টাইন জাদুকর। বদলি হিসেবে নামা মেসির ২৬ মিনিটে আধিপত্যবাদী স্পেলে নির্ভার বার্সেলোনা ৩-১ গোলের স্বস্তির জয়োৎসব লড়াকু লেয়ানেসের মোকাবেলায়। ৭২ মিনিটে আর্জেন্টাইন সেনসেশনের বল পায়ের অনিন্দ্যসুন্দর ড্রিবলিংয়ের কল্যাণে গোল করার সহজ সুযোগ লুফে নেন তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। একটানা পঞ্চম মওসুমে তার লা লিগার ১৫তম গোলের কৃতিত্বের উচ্ছ্বাসে লিড পুনরুদ্ধার স্বাগতিকদের। ইনজুরি টাইমে দারুণ ফর্মে থাকা মেসিই শেষ পেরেক ঠুকে দেন সফরকারীদের কফিনে। তার ম্যাচ উইনিং নৈপুণ্য মুখ্য ভূমিকা রেখেছে লা লিগার শিরোপা রেসে চ্যাম্পিয়নদের ৫ পয়েন্টের লিড অটুট রাখায়। ২০ খেলা শেষে ৪৬ পয়েন্ট সংগ্রহে তাদের দখলে শীর্ষস্থান। দুইয়ে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচে ৪১ পয়েন্ট অর্জন আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনির দলের।
স্পেনের ক্লাব মওসুমে চলমান ব্যস্ততম সময় বিবেচনায় মেসিকে বিশ্রাম দেয়ার প্ল্যান লেয়ানেসের বিপক্ষে ম্যাচেই বাস্তবায়নের ঝুঁকি নেয় বার্সেলোনা। তারা প্রথম একাদশ চূড়ান্ত করে আর্জেন্টাইনকে
বেঞ্চে বসিয়ে রেখে। তার অনুপস্থিতি সত্ত্বেও বিরতির আগেই প্রত্যাশিত লিডের উৎসব বার্সেলোনার। ৩১ মিনিটে ফরাসি স্ট্রাইকার ডামবেলে এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের সূচনায়ও অপরিবর্তিত কাতালুনিয়ার দলটির একাদশ। ১ গোলে পিছিয়ে থাকা লেয়ানেস রাজি হয়নি হাল ছাড়তে। বিরতির পর তাদের উজ্জীবিত ফুটবলে তটস্থ বার্সেলোনাও হজম করেছে লিড হারানোর দু:স্বপ্ন। ৫৭ মিনিটে ব্রাইটওয়েট দর্শনীয় গোলে সমতা প্রতিষ্ঠার উৎসবে লেয়ানেস। অপ্রত্যাশিত গোল হজমে পয়েন্ট হারানোর শঙ্কায় তটস্থ স্বাগতিকেরা দেরিও করেনি আর্জেন্টাইন মাঠে পাঠাতে। বদলি হিসেবে ২৬ মিনিটের জন্য খেলতে নেমে বল পায়ের জাদুতে মেসিই উদ্ধার করেছেন সঙ্কটে পতিত বার্সেলোনা। সুয়ারেজকে দিয়ে এক গোল করানোর পর নিজেকেও নিয়ে গেছেন আরো উঁচুতে। বদলি হিসেবে স্পেনের ঘরোয়া ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে একুশ শতকের তার সর্বোচ্চ গোলের রেকর্ড উন্নীত হয়েছে ২২-এ!


আরো সংবাদ



premium cement
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত

সকল